বাংলা হান্ট ডেস্কঃ নিজের বাড়ির বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হয় সল্টলেকের হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। পায়ের অস্ত্রোপচারের পর বর্তমানে চিকিৎসাধীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার বিকেলে ফোন করেন সদ্য জেলমুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। সূত্রের দাবি, কথাবার্তার সময় নাকি আবেগ চেপে রাখতে পারেননি পার্থ, কেঁদেও ফেলেন। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালেও তিনি নিজেকে এখনও নিরপরাধ বলেই দাবি করেন।
কুণালের সাথে কী কথা বললেন পার্থ (Partha Chatterjee)?
সূত্রের খবর,এদিন কুণাল ঘোষের সঙ্গে কথা বলতে বলতে আবেগ তাড়িত হয়ে কেঁদেও ফেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পার্থ নাকি বি9লছিলেন, ‘আমি চুরি করিনি।’ সূত্রের খবর, এদিন পার্থ বারবার বলেছেন, “আমি চুরি করিনি। বিশ্বাস কর, আমি চুরি করিনি।” এ কথা বলতে বলতে নাকি কেঁদেও ফেলেছেন পার্থ।
কীভাবে আহত হলেন কুণাল?
সোমবার দুপুরে উত্তর কলকাতার গড়পাড় রোডের বাড়িতে স্নানঘরে ঢোকার পর হঠাৎ পড়ে যান কুণাল। চোটের গুরুত্ব বুঝে পরিবারের সদস্যরা তৎক্ষণাত তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। স্ক্যান করে চিকিৎসকেরা জানান, মাথার চোট গুরুতর নয়, কোমরেও নতুন করে কোনও সমস্যা নেই। তবে পায়ে অপারেশন জরুরি।
অস্ত্রোপচারের মাঝেও দলের কাজে কুণাল
হাসপাতালের বেডে শুয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে যোগ দেন কুণাল। মঙ্গলবার ডাঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার হয়। অপারেশনের আগে ওটি-তে যাওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন কুণাল। সেখানে জানান, মাথায় বড় আঘাত নেই, এবং কোমরে আগের কোনও ব্যথা ফেরেনি। শুধু পায়ে অস্ত্রোপচার প্রয়োজন। তাঁর আরোগ্য কামনায় যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি।
নেতাদের ভিড় হাসপাতালে
কুণালের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পরে দেখা করতে আসেন ফিরহাদ হাকিম এবং শশী পাঁজাও। দলের সহযোদ্ধার পাশে থাকার বার্তা দেন তাঁরা।

আরও পড়ুনঃ “ইডি ইচ্ছে মতো…”, ব্যাঙ্কশাল কোর্টের বাইরে বোমা ফাটালেন অর্পিতা
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কলকাতা রেফারি ক্লাবের মাঠে ফুটবল খেলতে গিয়ে বাম পা ভেঙেছিল কুণালের। দু’ বছর পর ফের চোট বিপত্তি তৈরি করল তাঁর জন্য। বর্তমানে চিকিৎসকেরা তাঁর ওপর নজর রাখছেন। কুণালের শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষায় পরিবার থেকে নেতারা, সকলেই।












