বাংলাহান্ট ডেস্কঃ ঘরের দরজার কড়া নাড়ছে কলকাতা পুরসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে টার্গেট করে প্রচারের মাঠে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। সেইমত প্রচারে নেমেছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও (Partha Chatterjee)। কলকাতা কর্পোরেশনের ১১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাকলি বাগের (Kakali Bag) সমর্থনে এবার প্রচারের মাঠে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে।
মঙ্গলবার নিউ আলিপুর স্টেট ব্যাংক পার্ক থেকে হুড খোলা গাড়িতে করে প্রার্থীকে সঙ্গে নিয়েই প্রচার শুরু করেন পার্থ চট্টোপাধ্যায়। আর এই প্রচারে বেরিয়েই এক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ছে রাজনৈতিক মহলে।
সম্প্রতি খাস কলকাতা (kolkata) থেকে ধরা পড়ে ১৭ জন অবৈধ বাংলাদেশি। রবিবার আনন্দপুর এলাকায় পুলিশি অভিযানে ধরা পড়ে এই অবৈধ বাংলাদেশিরা। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মাহফিজুর রহমান হচ্ছেন মূল অভিযুক্ত।
অবৈধভাবে যারা এদেশে আসতেন, তাঁদের অবৈধ পাসপোর্ট, ভিসা, আধার কার্ডের মতো প্রয়োজনীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার কাজ করত মাহফিজুর রহমান। আর এই কাজের জন্য দেড় থেকে ২ লক্ষ টাকা নিতেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ৩৭০, ৪১৯, ৪২০ ধারা-সহ মোট সাতটি ধারায় মামলা দায়েরের পাশাপাশি ফরেনার্স অ্যাক্টে (Foreigners Act) মামলা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
এই বিষয়ে এদিন পার্থবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মানুষের আশীর্বাদ রয়েছে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যা খুশি বলুক বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে ওদের বলা কথা সবার মনে আছে। তাই আশা রাখছি, কলকাতা পুরভোটেও বিপুল ভোটে জিতবে তৃণমূল। আর এখন ওসব ছোটখাটো কথা শোনার সময় নেই আমাদের’।