বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক কেলেঙ্কারি (Recruitment Scam) মামলায় গত বছর থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে জেলে গিয়েও বিপদ পিছু ছাড়ছেনা তার। একের পর এক সমস্যা লেগেই রয়েছে প্রতিনিয়ত। আগেই শোনা গিয়েছিল প্রেসিডেন্সি জেলেরই কিছু সহবন্দি তাকে ‘চোর, চোর’ বলে অনবরত টিপ্পনি কাটত।
শুধুই কী তাই, ‘মোটকা’ দাদা বলেও ডাকা হচ্ছিল তাকে। সেই নিয়েই বেজায় রাগ হয়েছিল পার্থর। অভিযোগও জানিয়েছিলেন। তবে তাতেও কোনো সুরাহা হলনা। এবার ছিঁচকেরা ‘বড় চোর’ বলে ডাকছেন পার্থবাবুকে। কিছুদিন আগেই পার্থকে ‘মোটা টুকি’ বলে ডেকে হইচই বাঁধিয়েছিল প্রেসিডেন্সি জেলে বন্দি দুই দাগি চোর। এই এবার নতুন নাম নিয়ে হাজির ছিঁচকে চোরেরা।
জানা গিয়েছে, চলতি সপ্তাহে ফের পার্থকে নিয়ে টিকাটিপ্পনি চলছে প্রেসিডেন্সি জেলে। প্রতিনিয়ত ‘বড় চোর’ বলে ডেকে পার্থকে খেপিয়ে তুলছেন ওই দুই ছিঁচকে। এর আগেও এদের বিরুদ্ধে জেল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিলেন পার্থবাবু। এবার অতিষ্ঠ হয়ে ফের তিনি নালিশ করেছেন জেল কর্তৃপক্ষের কাছে।
ওই দুই ছিঁচকে চোরের উপদ্রব ক্রমাগতই বেড়ে চলেছে প্রেসিডেন্সি জেলে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা যে সেলে রয়েছেন, আচমকা সেখানেই পৌঁছে গিয়ে ‘চাকরি চোর’ বলে চিৎকার করতে থাকেন তারা। সেলের সামনে গিয়ে তারা বলতে থাকে—এটা এখন মিনি চিড়িয়াখানা। এখানেই শেষ নয়, এরপর সোজা পার্থর সেলের সামনে গিয়ে এক বন্দি আরেকজনকে বলে, “দেখ, আমরা হলাম ছোট চোর, আর ইনি সবচেয়ে বড় চোর! আমরা গরিব, আমাদেসাজা হবে। কিন্তু ওদের সাজা কি আর হবে!”
এসব শুনে রেগে বোম হয়ে পার্থ চিৎকার করতেই তৎক্ষণাৎ চম্পট দেয় সেই চোরেরা। এরপরেই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন কারারক্ষীরা। কারারক্ষীদের পার্থ চট্টোপাধ্যায় নালিশ ঠুকে বলেন, “এটা কী হচ্ছে! যখন তখন যে যা পারছে, বলে চলে যাচ্ছে। শান্তিতে থাকতে দিচ্ছে না। এটা ঠিক নয়। আপনারা বিষয়টা দেখুন।” জানা গিয়েছে, এই ঘটনার পরেই পার্থ চট্টোপাধ্যায় সহ দুর্নীতি মামলায় অভিযুক্তদের সেলের সামনে কারারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।