বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার কয়েক মাস কাটতে না কাটতেই ফের হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। জানা গিয়েছে, আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
বাথরুমে পড়ে গিয়ে চোট পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)
হাসপাতাল সূত্রের খবর, গত বৃহস্পতিবার নিজের বেহালার বাড়ির বাথরুমে পড়ে যান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ওই দুর্ঘটনায় তাঁর বাঁ হাতে গুরুতর আঘাত লাগে। প্রথমে বাড়িতেই চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যথা বাড়তে থাকায় শুক্রবার তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের তরফে তাঁর হাতের এক্স-রে করানো হয়েছে। আপাতত কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
হাসপাতাল সূত্রে কী খবর?
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসা চলছে এবং আপাতত তাঁকেই সেখানে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পরে দুই মামলাতেই জামিন পাওয়ার পর গত ১১ নভেম্বর নিজের বেহালার বাড়িতে ফেরেন তিনি। দীর্ঘদিন পর বাড়ি ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রথম এক-দু’দিন তাঁকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। কখনও অনুগামীদের সঙ্গে, কখনও আবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এরপর হঠাৎ করেই নিজেকে গুটিয়ে নেন তিনি। তারপর থেকে প্রায় গৃহবন্দির মতোই থাকছিলেন বলে জানা যায়।

আরও পড়ুনঃ সকালে জল্পনা, বিকেলে ব্রেক! বিজেপি যাত্রায় ‘লগ্নভ্রষ্ট’ হল রাজন্যা-প্রান্তিক
নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আদালতে হাজিরা দেননি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই বিষয়টি নিয়ে আদালতের কড়া মন্তব্যের মুখেও পড়তে হয় তাঁকে। যদিও শীতকালীন অধিবেশনে উপস্থিত থাকার অনুমতি চেয়ে তিনি স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন। এরই মাঝে সামনে এল তাঁর হাসপাতালে ভর্তির খবর। আপাতত চিকিৎসকদের নজরদারিতেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।












