SSC দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো পার্থ চট্টোপাধ্যায়েরও

বাংলা হান্ট ডেস্ক: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষার মাধ্যমে ৬ জনকে বেআইনিভাবে স্কুল শিক্ষক পদে নিয়োগের অভিযোগে দীর্ঘদিন ধরে চলছে মামলা। এই মামলার প্রেক্ষিতেই একের পর এক আধিকারিকদের ডেকে জেরা করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

আর এরই মধ্যে এসএসসি কান্ডে এবার নাম জড়ালো তৃণমূল মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ওই দূর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী, আদালতে সাক্ষী দিতে এসে এমনটাই জানালেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন আধিকারিক।

হাইকোর্টের নির্দেশ মত শুক্রবার এই মামলায় সাক্ষী দিতে যান স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। একটি নথির প্রেক্ষিতে তিনি দাবি করেন যে, ওই স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একটি জটিলতার বিষয়টি তাঁকে দেখে সামলে নেওয়ার অনুরোধ করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসডি পি কে বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই বক্তব্যই নথিবদ্ধ করে আদালত।

এদিন বিভিন্ন চাঞ্চল্যকর অভিযোগ এনে আদালতে শোরগোল ফেললেও একই প্রশ্নের নানান রকম জবাব দেন শান্তিপ্রসাদ। ফলে আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে হাজতবাসের হুঁশিয়ারিও দেওয়া হয় তাঁকে। এহেন পরিস্থিতিতে যেভাবে একের পর এক বিস্ফোরক তথ্য এবং হেভিওয়েট নাম সামনে আসছে এই মামলায় তাতে সিবিআই তদন্ত ছাড়া আর কোনও উপায় নেই বলেও মন্তব্য করতে শোনা যায় বিচারপতিকে। সেই সঙ্গে ২৫ মার্চ এই মামলার আগামী শুনানির দিন ঘোষণা করেন তিনি।
এই মামলায় পরোক্ষ ভাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ালেও তা অবশ্য অস্বীকার করেছেন তাঁর আইনজীবী। তবে এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় আদালত সেটাই এখন দেখার।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর