জামিন পাচ্ছেন পার্থ-অর্পিতা? এল বড় নির্দেশ! সুপ্রিম কোর্টের নির্দেশে ঘুরে যাবে মোড়?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার জেরে ২০২২ সাল থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। দীর্ঘ এই সময়ের মধ্যে বহুবার জামিনের আবেদন করেছেন তারা। তবে সুরাহা হয়নি। তবে এবার তাদের জামিনের আশা কিছুটা বাড়ল। সম্প্রতি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও অর্পিতার জামিনে মুক্তির বিষয় নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট?

বিচারাধীন বন্দিদের সংখ্যা দিন দিন উত্তরোত্তর বেড়েই চলেছে। যার জেরে বেহাল দশা দেশের জেলগুলিতে। গাদাগাদি-ঠাসাঠাসি করে রীতিমতো দমবন্ধ অবস্থায় দিন কাটাতে হচ্ছে জেলবন্দিদের। এই অবস্থায় পরিস্থিতিr কথা মাথায় রেখে তাদের জামিনে মুক্তির ব্যবস্থা করে জেল খালি করা যায় কি না, সেই নিয়ে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, বিচারাধীন বন্দিদের জামিনে মুক্তির ব্যবস্থা কী ভাবে করা যেতে পারে সেই বিষয় কেন্দ্রকে দেখা উচিৎ। সুপ্রিম নির্দেশ মতো ইতিমধ্যেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছে কেন্দ্র। চিঠিতে চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-র ৪৭৯ (১) ধারার উল্লেখ রয়েছে।

কেন্দ্রের নির্দেশ, উক্ত ধারার নিয়মানুযায়ী বন্দিদের জামিনে যাতে মুক্ত করা যায় সেই ব্যবস্থা করতে হবে। কেন্দ্র তরফে জানানো হয়েছে, বিএনএসএস-র ৪৭৯ (১) ধারায় একটি নতুন নিয়ম যুক্ত হয়েছে সেখানে প্রথম বার কোনও অপরাধে অভিযুক্ত বন্দিদের মুক্তির বিষয়ে নিয়মকানুন রয়েছে। বলা হয়েছে প্রথম বার অভিযুক্ত কোনও বিচারাধীন বন্দি যদি সর্বোচ্চ কারাবাসের সাজার এক তৃতীয়াংশ সময় জেলে থাকেন, সেক্ষেত্রে তার তার মুক্তি জন্য জামিনের আবেদন করতে পারেন জেল সুপার।

Supreme Court

আরও পড়ুন: অষ্টম পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, এখুনি জেনে নিন

এবার সত্যিই এই নিয়ম কার্যকর হলে সেই ছাতার তলায় পার্থ-অর্পিতাদেরও জামিনের সম্ভাবনা থাকছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। তাদের কথায়, এই নিয়মের আওতায় পার্থদের জামিনের আবেদন করা যেতে পারে। যদিও জামিন মঞ্জুর হবে কি না তা আদালত বিচার করবে। অন্যদিকে পার্থ-অর্পিতা দুজনের বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে। তাই তাদের জামিন পাওয়া এত সহজ হবে না বলে মনে করছে আইনজীবীদের আরেকটা অংশ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর