জামিন পেলেও শরীর ভালো নেই! হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পার্থ, কী হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর?

Published on:

Published on:

Partha Chatterjee Returns Home After Treatment
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্ষশেষের আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তাঁকে ছুটি দেওয়া হয়। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাঁকে বাড়িতেই বিশ্রামে থাকতে হবে।

মঙ্গলবার দুপুর পৌনে ১টা নাগাদ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বেলা দেড়টা নাগাদ তিনি নিজের নাকতলার বাড়ি বিজয়কেতনে ফেরেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা তাঁকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

স্নানঘরে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন পার্থ (Partha Chatterjee)

চলতি মাসের ৪ তারিখে নিজের বাড়ির স্নানঘরে পড়ে গিয়ে বাঁ হাতে চোট পান পার্থ (Partha Chatterjee)। সেদিন বাড়িতে পারিবারিক চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু পরদিন ব্যথা বাড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। এরপর তাঁকে বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে দীর্ঘ ২৫ দিন ধরে তাঁর চিকিৎসা চলে। বর্তমানে তাঁর বাঁ হাতে ব্যান্ডেজ রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই হাত দিয়ে আপাতত কোনও কাজ করা যাবে না।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) তিন বছর তিন মাস ১৯ দিন জেলে ছিলেন। গত ১১ নভেম্বর তিনি শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান। জেল থেকে বেরিয়ে প্রথম দু’দিন তিনি অনুগামীদের সঙ্গে দেখা করেন এবং সংবাদমাধ্যমে বক্তব্যও রাখেন। পার্থ জানিয়েছিলেন, তিনি বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে চান। কিন্তু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR)-এর কারণে শীতকালীন অধিবেশন বসেনি। ফলে তাঁর বিধানসভায় যাওয়ার সুযোগই ছিল না।

জেল থেকে মুক্তির পর নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের মানুষের কাছে বিচার চাইবেন বলেও মন্তব্য করেছিলেন পার্থ (Partha Chatterjee)। সেই উদ্দেশ্যে তিনি একটি খোলা চিঠি প্রকাশ করেন। পাশাপাশি নিজের সাসপেন্ড হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান। তবে ১৩ নভেম্বরের পর থেকেই তিনি নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন। বেহালা পশ্চিমে যাওয়া তো দূরের কথা, নিজের অনুগামীদের সঙ্গেও দেখা করেননি। এই সময়েই তিনি বাড়ির স্নানঘরে পড়ে গিয়ে আহত হন এবং ফের হাসপাতালে ভর্তি হন।

সম্প্রতি মামলার শুনানিতে পার্থ (Partha Chatterjee) উপস্থিত না থাকায় আদালত অসন্তোষ প্রকাশ করে। আদালত জানিয়ে দেয়, জামিনে থাকা কোনও অভিযুক্ত শুনানির দিনে অনুপস্থিত থাকলে তা গুরুতর বিষয়। ভবিষ্যতে এমন হলে তাঁর জামিন বাতিল হতে পারে বলেও সতর্ক করা হয়। আইনজীবীর তরফে জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণে পার্থ হাজির হতে পারেননি। তবে আদালত এই যুক্তি মানেনি। বিচারকের মন্তব্য, শুনানিতে উপস্থিত থাকা অভিযুক্তের আইনি দায়িত্ব। অসুস্থ হলে আগাম জানানো উচিত ছিল।

Partha Chatterjee and His Academic Journey

আরও পড়ুনঃ নিউটনের জমি ‘বেআইনিভাবে দখল’! বিস্ফোরক অভিযোগ তুলে আদালতের পথে বাম শিবির

আদালত নির্দেশ দিয়েছে, আগামী শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) অবশ্যই হাজির থাকতে হবে। পাশাপাশি তাঁর জামিনের শর্ত ভেঙেছে কি না, তা নিয়েও নজরদারি চালানো হবে। তদন্তকারী সংস্থাকেও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর পার্থ চট্টোপাধ্যায় আগামী শুনানিতে হাজিরা দেন কি না, সেই দিকেই এখন নজর থাকবে আদালত ও আইন মহলের।