এবার বাজেট পেশ করবেন পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্রের অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে বাজেট প্রস্তাব পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (partha chatterjee)। ভার্চুয়ালি বাজেট পেশ করার নিয়ম না থাকায়, অর্থমন্ত্রী অমিত মিত্রের অসুস্থতার কারণে গতবারে বাজেট প্রস্তাব পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার গোটা বাজেট পেশ করবেন শিল্প তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এখন প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী থাকতে পার্থবাবুকে দিয়ে কেন বাজেট পেশ করা হবে? আগামী ২ রা জুলাই থেকে ৭ ই জুলাই পর্যন্ত সময় ধরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। অনেকের মতে, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে দিয়ে বাজেট প্রস্তাব পেশ করানোর পেছনে রাজনৈতিক তাৎপর্য ছিল। তবে এবারে দীর্ঘ সময় ধরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জন্য মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেই বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ধারণা করা হচ্ছে, একুশের ইস্তেহারে যা যা ঘোষণা করা হয়েছিল, তার প্রতিফলনের হিসেব দিতেই এই বাজেট পেশ। তবে সেসবের মধ্যে শহরের জন্য বিশেষ কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে ঘোষণার দিকেও নজর রাখা হচ্ছে। পাশাপাশি অর্থমন্ত্রী অমিত মিত্র বাড়িতে বসে এই বাজেট তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছেন বলেও মনে করা হচ্ছে।

অর্থমন্ত্রী অমিত মিত্রের শারীরিক অসুস্থতার কারণে বিধানসভা নির্বাচনের আগে বাজেট প্রস্তাব পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এসবের মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে- যদি ৬ মাসের মধ্যে অমিত বাবু নির্বাচনে অংশ না নেন, তাহলে বাংলার অর্থমন্ত্রীর পদ রক্ষা করবেন কে?

X