বাংলা হান্ট ডেস্কঃ ইডি, জেল হেফাজত, পরবর্তীতে সিবিআই হয়ে পুনরায় একবার জেল হাজতের নির্দেশ দেওয়া হল প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। শুধু তাই নয়, এ দিন এসএসসি (SSC) মামলায় জামিনের জন্য আদালতের কাছে কোন রকম আবেদনই করলেন না পার্থ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে গিয়েছে, তবে কি হেফাজত থেকে বেরোনোর সমস্ত আশা ছেড়ে দিয়েছেন মন্ত্রীমশাই?
উল্লেখ্য, সম্প্রতি এসএসসি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। এক্ষেত্রে অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে সর্বত্র। পরবর্তীতে ইডি, জেল হেফাজত হয়ে সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেয় সিবিআই আর এবার আদালতের নির্দেশে ফের একবার ১৪ দিনের জেল হেফাজত হলো প্রাক্তন শিক্ষামন্ত্রীর। অর্থাৎ আগামী ১৯ শে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হতে চলেছে পার্থকে।
শুধু তাই নয়, একই সঙ্গে এদিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা এবং শান্তি প্রসাদ সিনহাকেও দু সপ্তাহের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত।
এক্ষেত্রে অতীতে যতবারই আদালতে শুনানি হয়, ততবারই জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, কখনো শারীরিক অসুস্থতা, আবার কখনো অশ্রু চোখে জামিনের আবেদন করতে দেখা যায় তাঁকে। তবে এদিন জামিনের কোন রকম আবেদন করেননি প্রাক্তন তৃণমূল কংগ্রেস মহাসচিব।
ফলে প্রশ্ন উঠে গিয়েছে, বারংবার জামিনের আবেদন করলেও এদিন কেন চুপ রইলেন পার্থ? তাহলে কি আদালতের নির্দেশে জামিনের সব রকম আশা ছেড়ে দিয়েছেন তিনি? উল্লেখ্য, পার্থের পাশাপাশি এদিন শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।