এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মেলবোর্নে চলছে “বক্সিং ডে টেস্ট।” এই টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তৃতীয় দিনের শেষে ভালো পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 467 রানের পাহাড় তৈরি করে অস্ট্রেলিয়া তার জবাবে ব্যাট করতে নেমে মাত্র 148 রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ইনিংস এত কম রানে শেষ হওয়ার পেছনে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এবারের আইপিএলে 15 কোটি 50 লক্ষ টাকা দামে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেওয়া প্যাট কমিন্স।
অস্ট্রেলিয়ার 467 রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের শুরুটা ভালো করলেও একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র 148 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ায় দুরন্ত শতরান করেন তরুণ ব্যাটসম্যান ট্রেভর হেড, 85 রানে আউট হয়েছেন সেঞ্চুরি হাতছাড়া হয় স্মিথের।
শুরুটা ভালো করলেও মাত্র 148 রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। আর নিউজিল্যান্ডকে এত কম রানে আউট করার পেছনে সবথেকে বড় ভূমিকা গ্রহণ করেছেন অজি পেসার প্যাট কমিন্স। 17 ওভার বল করে মাত্র 28 রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন প্যাট কমিন্স। এর মধ্যে রয়েছে পাঁচটি মেডন ওভার।
অপরদিকে প্যাট কামিন্স এর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য খুশির খবর কলকাতা নাইট রাইডার্সে। কারণে এবারের আইপিএলে 15 কোটি 50 লক্ষ টাকা অর্থ ব্যয় করে প্যাট কমিন্সকে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এরই মধ্যে প্যাট কমিন্সের এমন দুর্দান্ত পারফরম্যান্স কলকাতাকে যে বেশ স্বস্তিতে রাখবে সেটা বলাই বাহুল্য। দীর্ঘদিন ধরে কলকাতার দুর্বল জায়গা একজন ভালো মানের পেস বোলার এবার সেই জায়গাটা কিছুটা হলেও পূরণ করবেন প্যাট কমিন্স এমনই আসা করছেন কলকাতা নাইট রাইডার্স সর্মথকরা।