নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে বাবা রামদেবের পতঞ্জলি আনছে ই-কমার্স সাইট

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (narendra modi) জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন ‘ভোকাল ফর লোকাল’ হতে হবে দেশবাসীকে। এবার সেই ডাকেই সাড়া দিয়ে বাবা রামদেবের (randev) প্রতিষ্ঠান পতঞ্জলি (patanjali) আনতে চলেছে দেশীয় ই-কমার্স সাইট।

855ebef8abdc0a16aaf55b27ebffad27
Patna: Yoga Guru Baba Ramdev addresses a press conference in Patna, on April 26, 2019. (Photo: IANS)

এই মুহুর্তে দেশে ভীষনই ভাল ব্যবসা করছে আমাজন, ফ্লিপকার্টের মত সংস্থাগুলি। ইতিমধ্যেই টেলিকমের দুনিয়া ছেড়ে ই-কমার্স ব্যবসায় পা রাখতে চলেছে জিও সংস্থাও। ইতিমধ্যে বিশাল পরিমান ইনভেস্টমেন্টও হয়েছে সংস্থাটিতে। গাঁটছড়া বাঁধা হয়েছে Whatsapp এর সাথেও। এবার স্বদেশী বস্তুর প্রতি আগ্রহ তৈরি করতে ই-কমার্স আনছে পতঞ্জলিও।

জানা যাচ্ছে, পতঞ্জলির ই-কমার্স সাইটের কাজ ইতিমধ্যেই অনেকখানি সম্পূর্ণ। নাম– অর্ডারমি (OrderMe)। গত ১৫ মে পতঞ্জলি এই ওয়েবসাইট লঞ্চ করেছে। তবে অর্ডার নেওয়া শুরু হয়নি এখনও। হার্বাল ওষুধ, কসমেটিকস, পার্সোনাল কেয়ার থেকে অর্গানিক ফল, চাল, ডাল। সেই সঙ্গে দুগ্ধজাত বিভিন্ন পন্য এবং কনফেকশনারি বিক্রি হবে এই ই-কমার্স সাইটে। পতঞ্জলির নিজস্ব পন্য ছাড়াও অন্য সংস্থার পন্যও পাওয়া যাবে।

চীন ও ভারতের অশান্ত সীমান্ত পরিস্থিতিতে চিনা দ্রব‍্য বয়কটের ডাক দিয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’ খ‍্যাত সোনম ওয়াংচুক । ভারত-চিন সীমান্তে সৃষ্ট উত্তেজনার কথা উল্লেখ করে ভারতীয় নাগরিক হিসাবে সকলকে নিজের দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন ‘র‍্যাঞ্চো’।

সোনম ওয়াংচুকের সুরে সুর মিলিয়ে চিনা পণ‍্যের ব‍্যবহার বন্ধ করতে তৎপর হয়েছেন আরশাদ ওয়ারসি, রণবীর শোরে সহ একাধিক বলি তারকা। থ্রি ইডিয়টসের ফুনসুখ ওয়াংড়ু ওরফে সোনম ওয়াংচুকের চিনা পণ‍্য বয়কটের আহ্বানে সাড়া দিয়ে আগেই টিকটক ছেড়েছেন মডেল তথা অভিনেতা মিলিন্দ সোমন। সেই পথেই পা মেলাতে আহ্বান করেছে আমূলও।

সম্পর্কিত খবর