বাংলাহান্ট ডেস্ক: যত সময় গড়াচ্ছে ততই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে ‘পাঠান’কে (Pathan) ঘিরে। ছবির প্রথম গান ‘বেশরম রঙ’ নিয়েই যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি, শাহরুখের ‘বেশরমি’ মোটেই ভাল ভাবে নেননি নেটনাগরিক সহ রাজনৈতিক মহলের একাংশ। একাধিক বিজেপি শাসিত রাজ্যে পাঠান বয়কটের ডাক উঠেছে।
বেশরম রঙ গানে নায়িকার পোশাক এবং কিছু দৃশ্য না বদলালে ছবিটি মধ্য প্রদেশে মুক্তি নাও পেতে পারে, নরমে গরমে জানিয়ে দিয়েছিলেন মন্ত্রী নরোত্তম মিশ্র। এবার মহারাষ্ট্রেও পাঠানের বিরুদ্ধে শুরু হল বিক্ষোভ। বিজেপি বিধায়ক রাম কদমের অভিযোগ, গেরুয়া রঙের বিকিনি পরে হিন্দুত্বের অসম্মান করেছেন দীপিকা। মহারাষ্ট্রে পাঠানের মুক্তি নিষিদ্ধ করার হুমকিও দিয়েছেন রাম কদম।
একটি টুইটে তিনি লিখেছেন, ‘দেশের বহু সাধু সন্ত, মহাত্মা সহ সোশ্যাল মিডিয়াতেও অনেক হিন্দু সংগঠন এবং অগুন্তি লোক পাঠান ছবির বিরোধিতা করছে। মহারাষ্ট্রে এখন হিন্দুত্ব মানসিকতার সরকার রয়েছে। ভাল হয় যদি পরিচালক সাধু সন্তদের অভিযোগগুলো মান্যতা দিয়ে ভুল শুধরে নেন।’ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে ছবি বা সিরিয়াল হিন্দুত্বকে অপমান করবে মহারাষ্ট্রে তার কোনো জায়গা হবে না। পাশাপাশি এই ইস্যুতে জেএনইউ প্রসঙ্গও টেনে এনেছেন রাম কদম।
মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে ‘বেশরম রঙ’। অনেকে অভিযোগ করেছেন, এই গানে লভ জিহাদের প্রচার করা হয়েছে। হিন্দু অভিনেত্রীকে গেরুয়া বিকিনি আর মুসলিম অভিনেতাকে সবুজ পোশাকে দেখানো হয়েছে। এতে হিন্দুত্বের অসম্মান বলে অভিযোগ তুলেছেন অনেকে।
শুধু হিন্দু সংগঠন নয়, মুসলিমদের তরফেও অভিযোগ জানানো হয়েছে। জানা যাচ্ছে, ভোপালের মুসলিম সংগঠনের তরফে পাঠান ব্যান করার দাবি উঠেছে। AITMC এর চেয়ারপার্সন ওসাফ শাহমিরি খুররম দাবি করেছেন, পাঠান মুসলিম বিরোধী ছবি। শাহরুখের ছবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তিনি মন্তব্য করেন, ইসলামের নিয়ম, কানুন, বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে ধর্মকে অসম্মান করা হয়েছে ‘বেশরম রং’ গানে। এটা মেনে নেওয়া সম্ভব নয়।