ভয়াবহ অগ্নিকাণ্ড করোনা হাসপাতালে, অক্সিজেন সিলিন্ডার ফেটে মৃত ২৩ রোগী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (covid-19) সংকটের মধ্যেই অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে গেল ইরাকের (iraq) ইবন আল-খাতিব হাসপাতালে। আগুন দ্রুতই ছড়িয়ে পড়ায় আতঙ্কে হাসপাতাল থেকে পালিয়ে যায় রোগী এবং তাদের পরিজনরা। জানা গিয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায় আহত ৫০ জন এবং মারা গিয়েছেন ২৩ জন রোগী।

জানা গিয়েছে, শনিবার মধ্য রাতে ইরাকের ইবন আল-খাতিব হাসপাতালে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত আগুন লেগে যাওয়ায় তৎক্ষণাৎ সেখান থেকে প্রাণ ভয়ে বেরিয়ে আসেন রোগী ও পরিজনেরা। দমকলে খবর দেওয়ায় দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অভিযোগ উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাগদাদের গভর্নর মহাম্মেদ জাবের দেশের স্বাস্থ্যমন্ত্রককে এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমিকে পদচ্যুত করতে ও তাঁর বিরুদ্দে কড়া শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধেমিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বছরের পর বছরে ধরে সন্ত্রাসবাদী হামলার কারণে ইরাকে আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে এখনও প্রায় গড়ে উঠতে পারনি। কিন্তু তাঁর মধ্যে করোনা সংকট দেখা দেওয়ায় আরও বিপাকে পড়েছে ইরাক সরকার। জানা গিয়েছে, এই দুর্ঘটনার সময় ১২০ জন রোগী ও তাঁদের পরিজনেরা হাসপাতালে উপস্থিত ছিলেন। উদ্ধারকারী দল ৯০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর