বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, বিহারে (Bihar) পরিবর্তিত হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। বিজেপির (BJP) সঙ্গ ছেড়ে কংগ্রেস (Congress) ও আরজেডির (RJD) হাত ধরেছেন জেডিইউ (JDU) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) আর সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই এবার তৃণমূল শিবিরে ধাক্কা দিয়ে দলত্যাগ করলেন পবন কুমার বর্মা (Pawan K Verma)। গত বছর তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করলেও মাত্র কয়েক মাসেই ঘটল মোহভঙ্গ! অবশেষে তৃণমূল ছাড়ার পর ইস্তফাপত্রও জমা দিলেন তিনি। পরবর্তীতে অবশ্য নিজের পুরানো দলে প্রত্যাবর্তন ঘটাবেন, নাকি রয়েছে অন্য কোন দলে যোগদানের সম্ভাবনা, সে বিষয়ে মুখ খোলেননি পবন বর্মা।
একদা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপদেষ্টা পদে কাজ করার পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদেও নির্বাচিত হন পবন। ‘দক্ষ’ এই রাজনীতিবিদের কেরিয়ারের গ্রাফও যথেষ্ট উল্লেখযোগ্য! কেরিয়ারের প্রথমে ভুটানে ভারতের ‘রাষ্ট্রদূত’ হিসেবে পদ সামলালেও পরবর্তীতে জেডিইউ-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান তিনি। তবে নীতীশ কুমারের আস্থাভাজন পবন বর্মাই শেষ পর্যন্ত যোগদান করেন ঘাসফুল শিবিরে। গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার পরেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তিনি। এমনকি এরপরেই তিনি জানান, “আগামী লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকবেন বলেই আমার বিশ্বাস।”
তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে কি কারনে তাঁর মোহভঙ্গ ঘটলো, সে বিশ্বাস স্পষ্ট কোন ধারণা মেলেনি। এমনকি, নিজের পরবর্তী পদক্ষেপ নিয়েও আপাতত কিছু জানাননি তিনি। এদিন তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করে একটি টুইট করেন প্রাক্তন জেডিইউ মুখপাত্র। ফলে সবমিলিয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে পবন বর্মাকে দলে সামিল করে বিহারের পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তে জয় লাভের যে স্বপ্ন দেখেছিল ঘাসফুল শিবির, তাতে এদিন যে বড় ধাক্কা লাগলো, তা বলা যায়।