একসঙ্গে দিওয়ালি সেলিব্রেশন পবনদীপ-অরুণিতার, লন্ডন থেকে শেয়ার করলেন ছবি

বাংলাহান্ট ডেস্ক: ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে প্রেমের গুঞ্জন শুরু অরুণিতা কাঞ্জিলাল (arunita kanjilal) ও পবনদীপ রাজনের (pawandeep rajan)। প্রতিযোগিতার মাঝেই বনগাঁর মেয়ে অরুণিতাকে মন দিয়ে বসেছিলেন উত্তরাখণ্ডের পবনদীপকে। শো শেষ হলেও তাঁদের বন্ধুত্ব ভাঙেনি। যদিও সেটা বন্ধুত্ব নাকি ‘বিশেষ বন্ধুত্ব’ তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমজনতার। সম্প্রতি লন্ডনে গিয়ে একসঙ্গে গান গেয়েছেন পবনদীপ অরুণিতা।

আর এবারে একসঙ্গে দিওয়ালিও সেলিব্রেট করলেন দুজনে। এই মুহূর্তে লন্ডনেই রয়েছেন পবনদীপ অরুণিতা। সেখানেই উদযাপন করেছেন আলোর উৎসব। সাদা পোশাকে লেন্সবন্দি হয়েছেন তিনি। একা নিজের ছবি নয়, অরুণিতাকে পাশে নিয়েও ছবি তুললেন তিনি। শাড়ির উপরে লং কোট পরে ছবিতে ধরা দিলেন অরুণিতা। নিজের ছবিটা যে অরুণিতাই তুলে দিয়েছেন তাও স্বীকার করেছেন পবনদীপ।

arunita pawandeep
লন্ডনে পবনদীপ, অরুণিতা ছাড়াও রয়েছেন ইন্ডিয়ান আইডলের সায়লি কাম্বলে ও মহম্মদ দানিশও। কিন্তু তাঁদের কাউকেই দেখা যায়নি পবনদীপের পোস্টে। জুটিকে যদিও প্রশংসা, ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা। দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন স্নিগ্ধজিৎ ভৌমিকও।

সম্প্রতি লন্ডনের একটি কনসার্টে গান গেয়েছেন তাঁরা। ‘চেন্নাই এক্সপ্রেস’এর ‘মনওয়া লাগে’ গানটি একসঙ্গে গেয়েছেন পবনদীপ অরুণিতা। শ্রোতাদের মাঝে তখন উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। সোশ‍্যাল মিডিয়ার দৌলতে এদেশে বসেই লন্ডনের কনসার্ট উপভোগ করলেন তাঁদের ভক্তরা। গোলাপি শাড়ি, সাদা ব্লাউজে ছিমছাম সেজেছিলেন অরুণিতা। বাংলার মেয়ের এই সাফল‍্যে গর্বিত বাঙালিরাও।

https://www.instagram.com/p/CV3T6IFLgxl/?utm_medium=copy_link

শোয়ের মধ‍্যেই বিচারক হিমেশ রেশমিয়া কথা দিয়েছিলেন পবনদীপকে দিয়ে গান গাওয়াবেন তিনি। কথা রেখেছেন সুরকার গায়ক। ইতিমধ‍্যেই হিমেশ রেশমিয়ার সুরে তিনটি গান গেয়ে ফেলেছেন তাঁরা। মাস কয়েক আগেই তৃতীয় গানটি রেকর্ড করেছেন পবনদীপ অরুণিতা।

হিমেশের লেখা ও সুরে ‘ও সাইয়োনি’ গানটি গেয়েছেন পবনদীপ এবং অরুণিতা। বলিউডের খ‍্যাতনামা সঙ্গীতশিল্পীর অ্যালবাম ‘হিমেশ কে দিল সে’র মধ‍্যে এই গানটি রয়েছে। এর আগে ‘তেরে বগয়ের’ ও ‘তেরি উম্মিদ’ নামে দুটি গান গেয়েছিলেন তাঁরা হিমেশের সুরে।

Niranjana Nag

সম্পর্কিত খবর