সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, পেনশন নিয়মে হল বড় পরিবর্তন! জানাল কেন্দ্র সরকার

বাংলাহান্ট ডেস্ক : সরকারি কর্মচারীদের জন্য পেনশন সংক্রান্ত একটি বড় খবর প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় সরকারের তরফে পেনশনের নিয়মের ক্ষেত্রে একটি বড়সড় পরিবর্তন করা হয়েছে আর এ পরিবর্তনের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা এই নতুন নিয়ম ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকরী হবে। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক ঠিক কোন কোন নিয়মের পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, এখন থেকে সরকারি কর্মচারীদেরকে শুধুমাত্র তাদের নিজ নিজ নোডাল অফিসের মাধ্যমেই তহবিল থেকে আংশিকভাবে পেনশন প্রত্যাহারের জন্য অনুরোধ করতে হবে।

এদিকে, পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) করোনা মহামারীর সময় নিয়মগুলি শিথিল করেছিল, যার ফলে NPS-এর অধীনে স্বাধীনভাবে ঘোষণার অনুমতি দেওয়া হয়েছিল। সরকারি নিয়ম অনুযায়ী, করোনা মহামারির সময় জনগণের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে নিয়ম শিথিল করা হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্ট নোডাল অফিসের মাধ্যমে পাঠাতে হবে।

pension2

প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, নতুন পেনশন ব্যবস্থা নিয়ে এই সময়ে দেশে তুমুল প্রতিবাদ চলছে। রাজ্যের কর্মচারীরা পুরানো পেনশন নীতি ফিরিয়ে আনার দাবি করছেন। কারণ, অনেক রাজ্যের কেন্দ্রীয় কর্মচারীরা নিজেরাই মনে করছেন যে এই প্রকল্পে তাদের ভবিষ্যত নিরাপদ নয়। ২০০৪ সালে, কেন্দ্রীয় সরকার পুরানো পেনশন স্কিম বাতিল করে এবং তার পরিবর্তে জাতীয় পেনশন ব্যবস্থা চালু করে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর