এখনও মানুষ অসচেতন, লকডাউনে সংক্রমণের তোয়াক্কা না করে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে মানুষজন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস (corona virus) যেন সারা বিশ্বকে গ্রাস করছে। পিছু ছাড়ছে না কারোর। আতঙ্কে দিন গুনছে সবাই। রবিবার প্রধানমন্ত্রীর ( Prime Minister) ডাকা ‘জনতা কার্ফু'( People’s curfew) তে মানুষ সাড়া দিয়েছে খুব। সোমবার বিকেল থেকে জারি করা হয়েছে ‘লকডাউন’ (Lockdown)। রাস্তাঘাট শুনশান। বাজারও বন্ধ। কোথাও কোথাও জটলা রয়েছে। এই ধরুন, মুদিখানা থেকে ওষুধের দোকান।

গুজব কানে দিয়ে ভিড় করছে মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, জরুরি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মুদি, ওষুধের দোকান খোলা থাকবে। খাদ্যপণ্যের কোনও সঙ্কট নেই।

তারপরও কলকাতার ইতিউতি দেখা গেল লম্বা লাইন। এক মিটার দূরত্ব তো দূর, গায়ে গা ঘেঁষে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ।

অবশ্য মুখে মাস্ক কারোর কারোর রয়েছে। বারবার বলা হচ্ছে জমায়েত থেকে দূরে থাকার কথা। করোনার সংক্রমণ ঠেকাতে এখন একামাত্র দাওয়াই এটা।

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিবার জনতা কার্ফু ডেকে ঘরে থাকার আহ্বান জানান। হাসপাতালগুলিতেও বাড়তি সতর্ক রাখা হচ্ছে।

 

সম্পর্কিত খবর

X