মোদী বিরোধী ইমরান সরকারের মন্ত্রীকে ডিম নিয়ে তাড়া করলেন বিক্ষোভকারীরা

বাংলা হান্ট ডেস্ক : আবারও সংবাদের শিরোনামে উঠলেন পাকিস্তানের রেল মন্ত্রী রাশিদ আহমেদ। তবে এ বার মোদী বিরোধিতায় রেলমন্ত্রী শেখ রশীদ আহমেদকে ডিম ছোড়ার ঘটনা ঘটল।জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন রেলমন্ত্রী শেখ রশিদ। মোদী মুসোলিনি হিটলারের বলে উল্লেখ করে ভারতের মুসলিমদের জন্য খারাপ সময় আসছে এমনটাই মন্তব্য করেছিলেন রশিদ আহমেদ আর পাকিস্তানি মুসলিমদের ভারতীয় মুসলিমদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি।download 33

একই সঙ্গে পাকিস্তান এমন পদক্ষেপ নেবে যাতে ভারতের ঘণ্টার ধ্বনি বন্ধ হয়ে যায় এবং বিতর্কে উত্তরে নাম উঠে আসে এমনটাই বলেছিলেন রশিদ খান আর তার পরেই ঘটে যায় ডিম কাণ্ড। রশিদ খানের ট্রেন সফরের কথা শুনেই আওয়ামী লীগের সদস্যরা যে ট্রেনের বগিতে রশিদ খান ছিলেন তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে। আর তাতেই সমস্যায় পড়েন রেলমন্ত্রী। তবে নাগরিকত্ব সংসদেই আইন নিয়ে মোদীকে বিরোধিতা করাই নয় এর আগে ভারতকে বাইশ টুকরো করার হুমকি দিয়েছিলেন তিনি।

ভারত নাকি পাকিস্তানের বিরুদ্ধে দুটি পদক্ষেপ ভুল নিয়েছেন একটি পাকিস্তানকে দুর্বল ভেবে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে যে ধারণা ভুল এবং পাকিস্তান সব সময় কাশ্মীরের পাশে রয়েছে বলে মন্তব্য করেছিলেন। এমনকি যদি ভারত পাকিস্তানের দিকে এগিয়ে আসে তা হলে পাকিস্তানও ছেড়ে কথা বলবে না এমনটাও জানিয়েছিলেন শেখ রশিদ খান তার পর এবার মোদী বিরোধী মন্তব্য করে কার্যত বিপাকে পড়লেন তিনি।

সম্পর্কিত খবর