বাংলাহান্ট ডেস্ক: বলা হয় কুকুর (dog) মানুষের সবথেকে ভাল বন্ধু। কুকুরের থেকে বেশি প্রভুভক্ত প্রাণী আর নেই। কুকুরকে যেমন শেখানো হয় হুবহু তাই করে। এমনকি মালিকের বিপদে তাকে পোষ্য কুকুর উদ্ধার করেছে এমন নিদর্শনও রয়েছে ভুরি ভুরি। পোষ্যর কাছে তার মালিক খুব তাড়াতাড়িই প্রিয় বন্ধু হয়ে ওঠে। তার সুখ দুঃখ সহজেই বুঝতে পারে পোষ্য।
সম্প্রতি এমনই এক ভিডিও (video) ভাইরাল (viral) হয়েছে যেখানে একই সঙ্গে দেখা গিয়েছে এক পোষ্য কুকুরের বুদ্ধি ও মমতা। এক তরুণীকে তার পোষ্য কুকুরের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতে দেখা যাচ্ছে ভিডিওতে। অপর দিক দিয়ে আসতে দেখা যায় এক অন্ধ ব্যক্তিকে। চোখে চশমা পরে হাতের লাঠির সাহায্য নিয়ে হাঁটছেন তিনি।
তরুণী লোকটির সামনে হাত নেড়ে এগিয়ে গেলেও দাঁড়িয়ে পড়ে তার পোষ্য কুকুরটি। তরুণী খেয়াল না করলেও পোষ্যর নজরে ঠিকই এসেছে রাস্তার মাঝ বরাবর পড়ে থাকা একটি গাছের ডাল, যাতে হোঁচট খেয়ে পড়তে পারেন ওই অন্ধ ব্যক্তি।
কুকুরটি তড়িঘড়ি গিয়ে গাছের ডালটি মুখে তুলে নিয়ে সরিয়ে রাখে রাস্তার পাশে। অন্ধ ব্যক্তি অনায়াসে পেরিয়ে যায় রাস্তা। পোষ্যর এই কাজ দেখে তাকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেয় ওই তরুণী।
পুনের পুলিশ কমিশনার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিও। ভিডিওটি দেখে বাহবা দিয়েছে নেটিজেনরাও। কুকুরটির বুদ্ধির প্রশংসা করেছে সকলেই। কুকুর হয়েও তার মধ্যে মানুষের তুলনায় বেশি মমতাবোধ রয়েছে। মানুষের এই কুকুরকে দেখে শিক্ষা নেওয়া উচিত। এমনই মন্তব্য করেছে অনেকে। ভাইরাল হয়েছে ভিডিওটি।
Humanity
pic.twitter.com/cjXdfpa8zi— CP Pune City Police (@CPPuneCity) July 4, 2020
কিন্তু অনেক সময় এই অবলা প্রাণীদের ওপরই নৃশংস অত্যাচার চালাতে দেখা যায় মানুষকে। বিশেষ করে পথ কুকুররা শিকার হয় মানুষের অত্যাচারের। বিনা কারনে তাদের মারধোর করা, খেতে দেওয়ার নামে খাবারের মধ্যে পেরেক ঢুকিয়ে রাখা, এমন নিদর্শন রয়েছে প্রচুর। কালিপুজোতে বাজির ভয়ে সিঁটিয়ে থাকে এই অবলা প্রাণগুলো। মানুষের উচিত এবার কুকুরদের প্রতিও মমতা দেখানো।