বাংলাহান্ট ডেস্ক : আজ রামনবমী। গোটা দেশজুড়ে উৎসবের আমেজ। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ধুমধামের সাথে পালন করছেন রামনবমী। অন্যদিকে সরকারি জ্বালানি সংস্থাগুলি আজ প্রকাশ করেছে পেট্রোল-ডিজেলের দাম। তেল সংস্থাগুলির পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় প্রকাশ করা হয়।
ইরান-ইজরায়েলের যুদ্ধের জেরে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি ৯০ ডলারের ওপরে বিক্রি হচ্ছে অপরিশোধিত তেল। আশঙ্কা করা হচ্ছে এই দাম পৌঁছাতে পারে ১০০ ডলারে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ৯০.০৩ ডলার ও ডব্লিউটিআই ৮৫.৩৫ ডলার প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে।
আরোও পড়ুন : নর্থবেঙ্গল যাবেন? টিকিট নিয়ে নো চিন্তা! একজোড়া নতুন ট্রেন দিচ্ছে রেল, পেয়ে যাবেন কনফার্ম সিট
তবে ভারতে স্থিতিশীল জায়গায় রয়েছে জ্বালানির দাম। পোর্ট ব্লেয়ারে আজ সব থেকে সস্তায় পাওয়া যাচ্ছে পেট্রোল। বুধবার পোর্ট ব্লেয়ারে পেট্রোল প্রতি লিটার ৮২.৪২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৭৮.০১ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানী দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৪.৭২ টাকা ও ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৮৭.৬২ টাকায়।
বাণিজ্য নগরীর মুম্বাইতে আজ প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৪.২১ টাকা ও ৯২.১৫ টাকা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেল ১০০.৭৫ টাকা ও ৯২.৩৪ টাকায় বিক্রি হচ্ছে। কলকাতায় আজ এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৩.৯৪ টাকায় ও ডিজেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ৯০.৭৬ টাকায়।