বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রের মোদি সরকার গত ১৪ই মার্চ গোটা দেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের শুল্ক লিটারে ২ টাকা করে কমায়। এর ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ। দেশের অন্যান্য শহরের সাথে সাথে কলকাতায় কমে যায় জ্বালানির দাম। বিজেপি শাসিত রাজ্যগুলি বেশ কিছুটা জ্বালানির দাম কমাতে সক্ষম হয়েছে।
তবে পশ্চিমবঙ্গের সরকার জ্বালানির দাম কমানোর জন্য বিশেষ উদ্যোগ নেয়নি। স্বাভাবিকভাবে বাংলার মানুষের ‘জ্বালানি যন্ত্রনা’ খুব একটা কমেনি। ২০১৯ সালের পর থেকে একাধিক কারণে হুহু করে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। মাঝে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, একাধিক রাজ্যে বিধানসভা ভোটের মতো ইস্যু।
আরোও পড়ুন : রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত হয়ে গেল মেট্রোর ট্রায়াল রান! জুড়বে হাওড়ার সাথেও, কবে শুরু পরিষেবা?
এহেন অবস্থায় ভারতের কোথায় কোথায় ১০০ টাকার নিচে বিক্রি হচ্ছে পেট্রোল? কলকাতায় আজ এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৩.৯৪ টাকায়। ৯০.৭৬ টাকা লিটারে আজ ডিজেল বিক্রি হচ্ছে কলকাতায়। দিল্লিতে আজ এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৪.৭২ ও ৮৭.৬২ টাকা। ১০০.৮৫ টাকা লিটারে পেট্রোল ও ৯২. ৪৩ টাকা লিটারের আজ ডিজেল বিক্রি হচ্ছে চেন্নাইতে।
বাণিজ্য নগরী মুম্বাইতে আজ এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৪.২১ টাকা ও ৯২. ১৫টাকা। আগ্রা, দিল্লি, আহমেদাবাদ, আলিগড়, আন্দামান এবং নিকোবর, আসাম, চণ্ডীগড়, দমন ও দিউতে আজ পেট্রোলের দাম ১০০ টাকার নিচে। তুমি লোকসভা ভোটের আগে আমজনতার পকেটে যে স্বস্তি মিলেছে তা বলাই বাহুল্য।