হুহু করে বেড়ে যাচ্ছে অপরিশোধিত তেলের দাম! আজ কলকাতায় কত’তে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল?

বাংলাহান্ট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই। তেল সংস্থাগুলির পক্ষ থেকে প্রতিদিন জ্বালানির দাম ঘোষণা করা হয় সকাল ছটায়। আজকে শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা সহ অন্যান্য শহরে জ্বালানির দামে পরিবর্তন আসেনি।

তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়িয়ে গেছে 90 ডলার। তাই স্বাভাবিকভাবে অনেকের আশঙ্কা এবার হয়ত আবার জ্বালানির দাম বৃদ্ধি পাবে দেশে। আজ কলকাতায় পেট্রোল বিক্রি হচ্ছে 103.94 টাকা লিটারে। শহর কলকাতায় আজ 1 লিটার ডিজেলের দাম 90.76 টাকা। কলকাতার থেকে অনেকটাই পেট্রোল ও ডিজেলের দাম কম রাজধানী দিল্লিতে।

আরোও পড়ুন : ঘন্টা পড়লেই খেতে হবে জল! পড়ুয়াদের সুস্থ রাখতে এবার বাঁকুড়ার স্কুলে বাজবে ‘ওয়াটার বেল’

আজ দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম 94.72 টাকা ও এক লিটার ডিজেলের মূল্য 87.62 টাকা। ভারতের বাণিজ্য নগরী বলে পরিচিত মুম্বাইতে এক লিটার পেট্রোল কিনতে খরচ করতে হচ্ছে 104.21 টাকা। 92.15 টাকা লিটারে ডিজেল বিক্রি হচ্ছে বাণিজ্য নগরীতে। জ্বালানির দাম বেশ খানিকটা বেশি দক্ষিণের শহর চেন্নাইতে।

65979641c53a0 in mumbai petrol is available for rs 10631 per liter while diesel can be bought for rs 9427 per 054016301 16x9

 

100.75 টাকা প্রতি লিটারে পেট্রোল বিক্রি হচ্ছে চেন্নাইতে। এখানে এক লিটার ডিজেলের দাম 92.34 টাকা। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল 90.44 ডলারে বিক্রি হচ্ছে। WTI ক্রুড ব্যারেল প্রতি 85.90 ডলারে বিক্রি হচ্ছে। দেশে পেট্রল ও ডিজেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর