বাংলা হান্ট ডেস্ক: হোলির (Holi) এই বিশেষ দিনে সমগ্র দেশজুড়ে মানুষ মেতে উঠেছেন রঙিন উৎসবে। ঠিক এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও ভারতে (India) পেট্রোলের (Petrol Price) দামে বড় ধরণের স্বস্তি মিলেছে। কারণ, হোলির আবহে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি পেট্রোল-ডিজেলের দামে কোনো বৃদ্ধি ঘটায়নি। এদিকে, বিশেষজ্ঞদের মত অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যতই বাড়ুক না কেন লোকসভা নির্বাচনের আগে দেশে পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হবে না। এমতাবস্থায়, চলুন জেনে নিই বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম কোথায় দাঁড়িয়ে রয়েছে।
অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি: জানিয়ে রাখি, সোমবার অপরিশোধিত তেলের দাম বাড়তে দেখা যাচ্ছে। তথ্য অনুযায়ী, উপসাগরীয় দেশগুলির তেল অর্থাৎ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ০.৫১ শতাংশ বেড়ে ৮৫.৮৭ ডলারে লেনদেন করছে। বিশেষ ব্যাপার হল, গত এক মাসে প্রায় ৫ শতাংশ বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। অন্যদিকে আমেরিকার অপরিশোধিত তেলের দামও বাড়ছে। সোমবার, আমেরিকান অপরিশোধিত তেলের দাম অর্থাৎ WTI ০.৫৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮১.১০ ডলার হয়েছে। এদিকে, গত এক মাসে মার্কিন তেলের দাম বেড়েছে ৬ শতাংশের বেশি।
পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি: ইতিমধ্যেই আমরা জানিয়েছি, পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। ১৫ মার্চ, জ্বালানির দাম লিটার প্রতি ২ টাকা কমানো হয়েছিল। ২০২২ সালের এপ্রিলে অর্থাৎ প্রায় ২ বছর পর তেল কোম্পানিগুলি এই পরিবর্তন করে। ২০২২ সালের মে মাসে, কেন্দ্রীয় সরকার ট্যাক্স কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছিল। এদিকে, বিশেষজ্ঞদের মতে, এই হ্রাসের ফলে পেট্রোলিয়াম কোম্পানিগুলির মুনাফা কমে যেতে পারে ৩০ হাজার কোটি টাকা। তবে, চলতি অর্থবর্ষের প্রথম ৯ মাসে দেশের তেল কোম্পানিগুলি মুনাফা করেছে ৬৯ হাজার কোটি টাকা।
আরও পড়ুন: LPG থেকে শুরু করে ব্যাঙ্ক, এপ্রিলেই পরিবর্তন এই ৭ টি নিয়মে, দুর্ভোগে পড়ার আগে এখনই নিন জেনে
দেশের প্রধান শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম:
নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম হল যথাক্রমে ৯৪.৭২ টাকা এবং ৮৭.৬২ টাকা।
কলকাতায় ১ লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৩.৯৪ টাকায়। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৯০.৭৬ টাকা।
মুম্বইতে ১ লিটার পেট্রোল কিনতে গেলে খরচ হবে ১০৪.২১ টাকা। পাশাপাশি, ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯২.১৫ টাকা।
চেন্নাইতে ১ লিটার পেট্রোলের দাম হল ১০০.৭৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম হল ৯২.৩৪ টাকা।
আরও পড়ুন: মোদীর নামেই মিলল স্বীকৃতি! চন্দ্রযান ৩-র ল্যান্ডিং পয়েন্ট পরিচিত হবে “শিবশক্তি” হিসেবে
বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম হল যথাক্রমে ৯৯.৮৪ টাকা এবং ৮৫ ৮৩ টাকা।
চণ্ডীগড়ে ১ লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ৯৪.২৪ টাকায়। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৮২.৪০ টাকা।
গুরুগ্রামে ১ লিটার পেট্রোল কিনতে গেলে খরচ হবে ৯৫.১৯ টাকা। পাশাপাশি, ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৮.০৫ টাকা।
লখনউতে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম হল যথাক্রমে ৯৪.৬৫ টাকা এবং ৮৭.৭৬টাকা।
নয়ডায় ১ লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ৯৪.৮৩ টাকায়। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৭.৯৬ টাকা।