মোদীর নামেই মিলল স্বীকৃতি! চন্দ্রযান ৩-র ল্যান্ডিং পয়েন্ট পরিচিত হবে “শিবশক্তি” হিসেবে

বাংলা হান্ট ডেস্ক: দিনটা ছিল ২০২৩ সালের ২৩ অগাস্ট। সন্ধ্যে ৬ টা বেজে ৩ মিনিটে ইতিহাস তৈরি করল ISRO (Indian Space Research Organisation)। কারণ, ওই ঐতিহাসিক মুহূর্তেই চাঁদের মাটিতে সফলভাবে নামতে সক্ষম হয় চন্দ্রযান ৩ (Chandrayaan-3)-এর বিক্রম ল্যান্ডার। আর, বিক্রম ল্যান্ডারের চাঁদের মাটির স্পর্শ করার সাথে সাথেই গোটা দেশে যেন তৈরি হয়েছিল উৎসবের আবহ। দেশের বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের এই অভূতপূর্ব সাফল্য উদযাপন করেছিলেন প্রত্যেকেই। শুধু তাই নয়, চন্দ্রযান-২ এর ব্যর্থতাকে ভুলে নতুন অধ্যায়ের সূচনা করে চন্দ্রযান-৩।

আর এইভাবেই চাঁদের মাটি স্পর্শ করার মাধ্যমে সাফল্য হাসিলের দীর্ঘ অপেক্ষার পর আশা পূরণ হয় ১৪০ কোটি দেশবাসীর। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চাঁদে যে পয়েন্টে গিয়ে ভারতের চন্দ্রযান ৩ অবতরণ করেছিল, সেই নির্দিষ্ট জায়গার একটি নাম নির্ধারণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে নামটি ছিল “শিবশক্তি”। এবার সেই নামটিই পেল আন্তর্জাতিক মান্যতা।

The landing point of Chandrayaan 3 will be known as Shiv Shakti.

অর্থাৎ, এবার থেকে চন্দ্রযান৩-এর ওই বিশেষ ল্যান্ডিং পয়েন্টটি গণ্য করা হবে “শিবশক্তি পয়েন্ট” হিসেবে। ইতিমধ্যেই এই নামটিতে স্বীকৃতির শিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে গত ১৯ মার্চ এই অনুমোদন এসেছে।

আরও পড়ুন: সঙ্কটের নেই শেষ! এবার খাদ্যদ্রব্যের বিপুল ঘাটতি মলদ্বীপে, বাড়ছে মুরগির দাম, মাথায় হাত জনতার

জানিয়ে রাখি যে, এইরকম একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চের তরফে প্রধানমন্ত্রী প্রদত্ত নামের অনুমোদন দেশের মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের তরফে যে সমস্ত মহাজগতিক বিষয়গুলির নামকরণ করা হয়, সেই “গেজেটার অফ প্ল্যানেটারি নোমেনক্লিচার”-এ শিবশক্তি নামকরণকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে।

আরও পড়ুন: ভাঙল পুরনো রেকর্ড, মার্চে দেশে বিদেশি বিনিয়োগ ৩৮ হাজার কোটি! নয়া নজির ভারতের

পাশাপাশি, সেখানে বলা হয়েছে যে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের “প্ল্যানেটারি নোমেনক্লিচার” সম্পর্কিত কার্যবাহী গোষ্ঠী চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং পয়েন্টের নাম হিসেবে প্রদত্ত “শিবশক্তি” নামটিকে অনুমোদন দিয়েছে। জানিয়ে রাখি যে, গত ২৬ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে চন্দ্রযান ৩-এর ল্যান্ডারের অবতরণ স্থানটির নাম “শিবশক্তি” হবে। এবার সেই নামেই মিলল স্বীকৃতি। উল্লেখ্য যে, ২০২৩ সালের ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হয় চন্দ্রযান৩-র। এই মিশনের মাধ্যমে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে বিবেচিত হয়েছে ভারত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর