বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে ক্রমশ ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। প্রায় প্রতিটি রাজ্যেই ইতিমধ্যে সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে পেট্রোল-ডিজেলের মূল্য। এমতাবস্থায়, রাজ্যের মানুষকে বিরাট উপহার দিল ঝাড়খণ্ড সরকার। একধাক্কায় পেট্রোলের দাম ২৫ টাকা কমিয়ে দিয়ে একপ্রকার রেকর্ড গড়লেন হেমন্ত সোরেন।
বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাঁর সরকারের ২ বছর পূর্ণ হওয়ায় এই বড় ঘোষণাটি করেছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, “পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে প্রত্যক্ষ প্রভাব পড়েছে গরিব ও মধ্যবিত্ত মানুষদের ওপর। তাই, এই মানুষদের জ্বালানির সমস্যা থেকে পরিত্রাণ দিতে আমাদের সরকার পেট্রোলের দাম প্রতি লিটারে ২৫ টাকা করে কমানোর সিধান্ত নিয়েছে।”
পাশাপাশি, আগামী বছরের ২৬ জানুয়ারি থেকেই নতুন এই নিয়ম কার্যকর হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। তবে, আপাতত এই সুবিধা মোটরসাইকেল এবং স্কুটার আরোহীদের জন্যই উপলব্ধ করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, জ্বালানির বেলাগাম মূল্যবৃদ্ধির জেরে জেরবার হয়ে উঠেছে দেশবাসী। এমতাবস্থায়, দীপাবলির সময় পেট্রোল এবং ডিজেলের শুল্ক যথাক্রমে ৫ টাকা এবং ১০ টাকা করে কমিয়েছিল কেন্দ্র। তারপরেই বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য সেই পথেই হেঁটেছিল। তবে, অ-বিজেপি শাসিত রাজ্যগুলি এই বিষয়ে আটকে থাকলেও হেমন্ত সোরেনের আকষ্মিক এই ঘোষণায় সাড়া পড়ে গিয়েছে দেশজুড়ে।