বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তান (Pakistan) এবার ভয়াবহ বন্যায় কার্যত বিধ্বস্ত হয়ে গিয়েছে। এমনকি, এর ফলে ইতিমধ্যেই সেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। এমতাবস্থায়, বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দামও। জানা গিয়েছে, আপাতত সেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে ২৩৫ টাকা ছাড়িয়ে গেছে।
দিল্লির থেকে প্রায় ১০ টাকা সস্তা: জেনে অবাক হবেন যে, ভারতে বিক্রি হওয়া পেট্রোলের তুলনায় পাকিস্তানে সস্তায় পেট্রোল বিক্রি হচ্ছে। মূলত, ভারতীয় টাকা অনুযায়ী ২৩৫.৯৮ পাকিস্তানি টাকার মূল্য হল ৮৬.৫১ টাকা। যেখানে পোর্ট ব্লেয়ারে আজ এক লিটার পেট্রোলের দাম হল ৮৪.১০ টাকা। এদিকে, একমাত্র ওখানেই ভারতের সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যায়। ভারতে পেট্রোলের গড় দাম প্রতি লিটারে ১০০ টাকা। এমতাবস্থায়, দিল্লিতে প্রতি লিটারে ৯৬.৭২ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল। অর্থাৎ, পরিসংখ্যান অনুযায়ী, দিল্লির তুলনায় পাকিস্তানে পেট্রোলের দাম সস্তা।
এই প্রসঙ্গে পাকিস্তানের ওয়েবসাইট ডন অনুসারে জানা গিয়েছে যে, সম্প্রতি পেট্রোলের দাম ২.০৭ টাকা বাড়ানো হয়েছে। একইসঙ্গে, হাই স্পিড ডিজেলের দামও প্রতি লিটারে ২.৯৯ টাকা হারে বেড়েছে। এছাড়াও, কেরোসিনের দাম ১০.৯২ টাকা এবং লাইট ডিজেলের দাম ৯.৭৯ টাকা বৃদ্ধি করা হয়েছে।
পাকিস্তানের অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, “পেট্রোলিয়ামজাত পণ্যের দামের পাক্ষিক পর্যালোচনায় (১৫ দিন), সরকার আন্তর্জাতিক তেলের দামের পরিবর্তন এবং বিনিময় হারের ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম আংশিকভাবে বাড়ানোর সুপারিশ বিবেচনা করেছে। পাশাপাশি, গ্রাহকদের স্বস্তি দিতে পেট্রোলিয়াম লেভি (কর) ন্যূনতম রাখা হয়েছে।”
প্রতি লিটার কেরোসিন বিক্রি হচ্ছে ২১০.৩২ টাকায়: প্রসঙ্গত উল্লেখ্য, সে দেশে ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নতুন এক্স-ডিপো মূল্য জারি করা হয়েছে। সেই অনুসারে পেট্রোলের মূল্য পৌঁছেছে ২৩৫.৯৮ টাকায়। পাশাপাশি, HSD ২৪৭.৪৩ টাকা, কেরোসিন ২১০.৩২ টাকা এবং LDO প্রতি লিটারে ২০১.৫৪ টাকায় পৌঁছে গিয়েছে। বর্তমানে, পাকিস্তানে ১৭ শতাংশের স্বাভাবিক করের হারের পরিপ্রেক্ষিতে চারটি জ্বালানি পণ্যের উপর জিএসটি প্রায় শূন্য রয়েছে। যদিও, সরকার বর্তমানে বিভিন্ন পণ্যে ১৫ থেকে ২৫ টাকা প্রতি লিটার পিডিএল চার্জ করছে। এছাড়াও, পেট্রোল এবং HSD-র প্রতি লিটারে প্রায় ২০ টাকা কাস্টম শুল্ক আরোপ করা হয়েছে।
এদিকে, জানিয়ে রাখি যে, বন্যা বিধ্বস্ত পাকিস্তানে, এক কেজি পেঁয়াজের দাম প্রায় ৫০০ টাকায় পৌঁছে গিয়েছিল। এমনকি, এখনও পর্যন্ত সবজির দাম প্রায় আকাশছোঁয়া অবস্থায় রয়েছে। এমতাবস্থায়, পাকিস্তানের পক্ষ থেকে ভারত থেকে টমেটো ও পেঁয়াজ আমদানির প্রসঙ্গ উঠে আসে।