বাংলাহান্ট ডেস্ক : আজকাল প্রায় সকলের কাছেই রয়েছে ২ চাকার বাইক। তবে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরানোর সময় আমরা সম্মুখীন হই বিভিন্ন প্রতারণার। পেট্রোল (Petrol) বা ডিজেল ভরানোর আগে পাম্পের মেশিনে শূন্য ডিজিট দেখে অনেকেই নিশ্চিন্ত হন। তবে তারপরেও কিন্তু ঠকতে হতে পারে আপনাকে!
পেট্রোল পাম্পের (Petrol Pump) ট্রিক্স
গাড়িতে পেট্রোল (Petrol) বা ডিজেল ভরানোর সময় আমরা মেশিনের দিকে সজাগ দৃষ্টি রাখি। মিটারের সবকটি ডিজিট শূন্যতে রয়েছে কিনা সেই বিষয়টিতে নিশ্চিত হতে চাই। অনেকেই রয়েছেন যারা পেট্রোল পাম্পে (Petrol Pump) গিয়ে ১০০, ২০০ বা ৫০০ টাকার তেল ভরান। তবে এখানেই রয়েছে গলদ।
পেট্রোল পাম্পে (Petrol Pump) গিয়ে কিছু বিষয় মাথায় রাখলে এড়ানো যেতে পারে প্রতারণা। প্রথমেই টাকার হিসাবে তেল ভরানো বন্ধ করতে হবে। অনেক সময় পেট্রোল পাম্পের অসাধু ব্যবসায়ীরা রাউন্ড ফিগার নির্ধারিত করে রাখেন মেশিনে। তাই ১০০, ২০০ বা ৫০০ টাকার তেল ভরালে ঠকতে হতে পারে। রাউন্ড ফিগারে তেল ভরানো ঠিক নয়।
আরোও পড়ুন : বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন ‘বাঙালি বম্বশেল’, ডিভোর্সি করণকে বিয়ের আগে এই ৫ পুরুষ এসেছে বিপাশার জীবনে!
রাউন্ড ফিগার থেকে সব সময় ১০ বা ২০ টাকার বেশি পেট্রোল ভরানোর চেষ্টা করবেন। তবে সব থেকে ভালো উপায় হল লিটারের হিসাবে পেট্রোল বা ডিজেল ভরা। এমন পাম্প থেকে তেল ভরার চেষ্টা করুন যেখানে ডিজিটাল মিটার রয়েছে। পুরনো মিটারের পেট্রোল পাম্পগুলিতে মেশিন আধুনিক নয়। তাই সেখানে কম তেল আসার সম্ভাবনা থাকে।
এছাড়াও তেল (Fuel) ভরার আগে নিশ্চিত হয়ে নিন পাম্পের মেশিনের মিটার শূন্য ডিজিটে রয়েছে কিনা। গাড়িতে তেল ভরানোর সময় অনেকেই গাড়ি থেকে নামেন না। এটাও একটা ভুল। সেই সুযোগ কাজে লাগিয়ে অনেক পেট্রোল পাম্পের কর্মী কম তেল ভরে দেন গাড়িতে। তাই তেল ভরানোর সময় সর্বদা মেশিনের কাছে গিয়ে নিজে সবকিছু চেক করে নিন।