পেট্রোল-ডিজেলকে GST এর আওতায় আনার জন্য তৈরি কেন্দ্র! বড় বয়ান পেট্রোলিয়াম মন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এই পরিপ্রেক্ষিতে সরকার কেন পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনছে না সেই বিষয়েও নানান প্রশ্ন উঠেছে। এবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরির তরফে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতাভুক্ত করার বিষয়ে ইঙ্গিত মিলল।

সোমবার হরদীপ সিং পুরি বলেন, কেন্দ্র জিএসটির অধীনে পেট্রোল এবং ডিজেল আনার জন্য প্রস্তুত কিন্তু রাজ্যগুলির এই ধরনের পদক্ষেপে সম্মত হওয়ার সম্ভাবনা কম। এদিন সাংবাদিকদের সামনে হরদীপ সিং পুরি জানান, “পেট্রোল এবং ডিজেলকে GST-এর আওতায় আনার জন্য রাজ্যগুলিকে একমত হতে হবে। যদি রাজ্যগুলি পদক্ষেপ নেয়, আমরা প্রস্তুত। তবে এটিকে বাস্তবায়ন করার বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী ভালো বলতে পারবেন।”

মন্ত্রী অবশ্য একথাও উল্লেখ করেছেন যে রাজ্যগুলির এমন পদক্ষেপে সম্মত হওয়ার সম্ভাবনা কম কারণ রাজ্যগুলির জন্য রাজস্ব উৎপাদনকারী বস্তু হিসেবে এই মুহূর্তে মদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মন্ত্রীর কথায়, “এটা বোঝা কঠিন নয় যে রাজ্যগুলি মদ থেকে বিপুল পরিমাণে রাজস্ব পায়। এখন প্রশ্ন হল যিনি রাজস্ব পাচ্ছেন, তিনি তা ছাড়বেন কেন?” পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, “শুধুমাত্র কেন্দ্রীয় সরকারই মুদ্রাস্ফীতি এবং অন্যান্য বিষয় নিয়ে চিন্তিত।”

জ্বালানির মূল্যহ্রাসের ক্ষেত্রে সাধারণ জনগণ কিছুটা পরিমাণ আশা রাখতে পারে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ভারতে গত এক বছরে তেলের দাম সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে। তার কথায়, “বিশ্বের মধ্যে ভারতই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে।” একই সঙ্গে তার সংযোজন, “এটা আমি বলছি না, এটা বলছেন মরগান স্ট্যানলি যিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক।”

today's Petrol Diesel Price in kolkata 4 th may

পাশাপাশি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি এদিন সাংবাদিকদের বলেন, “আমাদের আশেপাশে এমন কিছু দেশ আছে যেখানে জ্বালানির ঘাটতি রয়েছে এবং দামও অত্যাধিক। কিন্তু কোভিড কালেও আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও তেলের অভাব ছিল না।” তবে ভবিষ্যতে পরিস্থিতি কি হবে তা বলা মুশকিল বলেও তিনি মন্তব্য করেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর