জরুরী অবস্থায় ভারতে করোনার টিকা ব্যবহারের অনুমতি চাইল Pfizer কোম্পানি

বাংলা হান্ট ডেস্কঃ ওষুধ বানানো কোম্পানি ফাইজারের (Pfizer) ভারতীয় ইউনিট তাদের ব্রিটেনের শাখা দ্বারা তৈরি কোভিড-১৯ এর ভ্যাকসিনের (Corona vaccine) জরুরী অবস্থায় ভারতে (India) ব্যবহার করার জন্য ভারতীয় কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ান মেডিসিনের কাছে আবেদন জানিয়েছে। ফাইজার তাদের করোনার টিকার ব্যবহার ব্রিটেন আর বাহরিনে মঞ্জুরি পাওয়ার পর এই আবেদন জানিয়েছে।

সরকারী সূত্র জানিয়েছে যে ওষুধ নিয়ন্ত্রকের কাছে দায়ের করা আবেদনে সংস্থাটি দেশে ভ্যাকসিন আমদানি ও বিতরণের অনুমোদনের আবেদন করেছে। এছাড়াও,ড্রাগস এবং ক্লিনিকাল ট্রায়ালস বিধি, 2019 এর বিশেষ বিধানগুলির অধীনে, ভারতের জনসংখ্যার উপর ক্লিনিকাল ট্রায়াল করার জন্য অনুরোধও করা হয়েছে।

এক সুত্র থেকে জানা যায় যে, ফাইজার ইন্ডিয়া ভারতে তাদের করোনার টিকার ব্যবহারের জন্য গত ৪ ঠা ডিসেম্বর DGCI এর কাছে আবেদন জানিয়েছে।

ব্রিটেন বুধবার ফাইজারকে করোনার টিকার ব্যবহারের জন্য অস্থায়ী মঞ্জুরি প্রদান করেছে। ব্রিটেনের পর বাহরিন শুক্রবার বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার কোম্পানিকে দেশে করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। ফাইজার এর আগে আমেরিকাতেও এই টিকার ব্যবহারের জন্য আবেদন জানিয়েছে।

ফাইজারের এই ভ্যাকসিন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে রাখার প্রয়োজন। আর সেই কারণে ভারতীয় আবহাওয়া এই টিকার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। ভারত সরকার অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা টিকার দিকে তাকিয়ে আছে। ভারতের সিরাম ইনস্টিটিউট অস্কফোর্ডের ভ্যাকসিনের লোকাল পার্টনার আর আগামী কয়েক মাসের মধ্যে এই ভ্যাকসিন বাজারে আসার আশা রয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর