পড়ুয়াদের ল্যাপটপ দিচ্ছে কেন্দ্র? সত্যিই চালু হল ‘One Student One Laptop Scheme’? খোলসা করে বলল PIB

Published on:

Published on:

PIB Declares ‘One Student One Laptop’ Scheme As Fake

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে দেশের প্রায় প্রতিটি ছাত্রছাত্রীর কাছেই ল্যাপটপ এবং স্মার্টফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনলাইন শিক্ষা, প্রজেক্ট ও হোমওয়ার্কের জন্য এখন আর শুধু বইখাতাই যথেষ্ট নয়। এই কারণে বহু রাজ্যের সরকার পড়াশোনায় ভালো ছাত্র ছাত্রীদের উৎসাহ দিতে বিনামূল্যে ল্যাপটপ বা স্মার্টফোন দিয়ে থাকে। এই পরিস্থিতিতেই সম্প্রতি একটি ভিডিয়ো ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ওই ভিডিয়োতে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজে দেশের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ‘One Student One Laptop Yojana’ নামে একটি স্কিম চালু করেছেন, যেখানে প্রত্যেক পড়ুয়াকে ফ্রি ল্যাপটপ দেওয়া হবে।

ভিডিওটির থাম্বনেল এবং বিবরণ দেখে বহু মানুষ তা বিশ্বাস করে শেয়ার করেছেন হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে। এতে সাধারণ অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে একপ্রকার উৎসাহ ও বিভ্রান্তি ছড়ায়।

এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো বলেই জানিয়ে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। এই সংস্থাটি হলো কেন্দ্র সরকারের তথ্য যাচাই ও প্রচারকারী সংস্থা। PIB তাদের অফিসিয়াল X হ্যান্ডলে জানায়, “ইউটিউব চ্যানেল ‘My Help Shivam’-এর একটি ভিডিয়োর থাম্বনেলে বলা হয়েছে যে, ভারত সরকার One Student One Laptop স্কিমের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণামূলক। এমন কোনও স্কিম কেন্দ্র সরকার চালু করেনি।”

প্রতারণামূলক লিঙ্কে ক্লিক করবেন না

অনেক ক্ষেত্রে এই ধরনের ভাইরাল ভিডিয়োর সঙ্গে দেওয়া থাকে একটি অজানা লিঙ্ক বা রেজিস্ট্রেশন ফর্ম। ছাত্র-ছাত্রীদের বলা হয়, ওই লিঙ্কে গিয়ে নাম রেজিস্টার করলেই তারা ল্যাপটপ পাবে। কিন্তু এই সব লিঙ্ক অত্যন্ত বিপজ্জনক, কারণ এরা আপনার ব্যক্তিগত তথ্য যেমন আধার, মোবাইল নম্বর, ইমেল আইডি, ব্যাঙ্কের তথ্য ইত্যাদি হাতিয়ে নিতে পারে। এগুলো আসলে ফিশিং সাইট, যেখানে ক্লিক করলেই আপনার ডিভাইসে ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে যেতে পারে।

PIB Declares ‘One Student One Laptop’ Scheme As Fake

আরও পড়ুনঃ ভবিষ্যতের মূল্যবৃদ্ধি দেখেই সিদ্ধান্ত! সুদ নিয়ে স্পষ্ট বার্তা দিল Reserve Bank Of India

PIB জানিয়েছে, এই ধরনের প্রলোভনময় মেসেজ এবং ভিডিয়ো থেকে সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে। কোনও সরকারি স্কিম যদি বাস্তব হয়, তবে তার তথ্য সরকারি ওয়েবসাইট অথবা PIB-এর মাধ্যমে নিশ্চিতভাবে প্রকাশ করা হয়।