পকেটমার হতে সাবধান! রাজনৈতিক সভায় কি এবার এই স্লোগানও শোনা যাবে ? রাজ্যে ভোটের দামামা বাজতেই শাসক থেকে বিরোধী দলগুলি তাদের নির্বাচনী জনসভার জোরদার আয়োজন করতে ব্যস্ত। এবার সেখানেই ঘটছে বিপত্তি। কারণ পকেটমাররা এবার টার্গেট করছে এই সব নির্বাচনী সভা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) জনসভার আয়োজন হয়েছিল পুরুলিয়ার ( Purulia ) উপকণ্ঠে ভাঙড়া মোড়ের কড়চা নবকুঞ্জ ময়দানে। সেই ভিড়ে মিশে যায় পকেটমাররা। একে একে শুরু করে দেয় হাত সাফাইয়ের কাজ। স্বেচ্ছাসেবকরা সতর্ক থাকলেও উপচে পড়া ভিড়ের মধ্যে মোবাইল, মানিব্যাগ, মোটর বাইকের চাবি সবই নিয়ে হাওয়া দেয় পকেটমাররা। স্বাভাবিকভাবে সভা চলাকালীন একদল লোক চিৎকার করে ওঠে ‘পকেটমার, পকেটমার’ বলে। তখনই ভিড়ের মধ্যে পকেটমারদের ( Pickpocket ) অস্তিত্ব খুঁজে পায় শ্রোতা ও কর্মী-সমর্থকরা। ততক্ষনে হয়তো ভালমানুষ সেজে চম্পট দিয়েছে পকেটমাররা।
এ প্রসঙ্গে বিজেপির ( BJP )জেলা সম্পাদক মন্তব্য করেন যে, তিনিও নির্বাচনী সভায় পকেটমারদের উৎপাতের কথা শুনেছেন। তবে তিনি তার দায় সম্পূর্ণ ভাবে চাপিয়ে দেন পুলিশের উপর। তিনি বলেন, এটি পুলিশের ব্যর্থতা যে প্রধানমন্ত্রীর জনসভায় এমন ঘটনা ঘটেছে।
তবে সভা প্রাঙ্গণে পকেটমারদের উৎপাত নতুন নয়। এর আগে শাসকদল তৃণমূলের জনসভায়ও এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে। মূলত একটি দলকে ভোট দিলেও সর্ব দলের বৈঠকে উপস্থিত থাকে এই পকেটমাররা। সভায় তাদের অস্তিত্ব বোঝা গেলেও ভিড়ের মধ্যে তাদের শায়েস্তা করতে ব্যর্থ হয় মোতায়েন থাকা পুলিশবাহিনী।