বাংলা হান্ট ডেস্ক : সংবিধান আমাদের মৌলিক অধিকার দিয়েছে তাই সংবিধান বিরোধী কোনো কাজ করতে আমরা রাজী নই। সবার ওপরে আমাদের দেশ ও সংবিধান তাই নাগরিকত্ব সংশোধনী আইন প্রনয়ন হলে দেশ যেমন নষ্ট হবে ঠিক তেমনি দেশের সংবিধানও নষ্ট হবে। তাই দলমত নির্বিশেষে, কোনো রাজনৈতিক রং না দেখে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করার আহ্বান জানালেন পীরজাদা আবাস সিদ্দিকী। তাই ঐক্য মঞ্চ থেকে জাগরন মঞ্চ সকলকে এক হয়ে বিরোধিতায় নামার কথাও বললেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মোদী সরকারের বিরোধিতা করে, মোদী সরকার আসলে ব্রিটিশদের মতো শাসন করছে বলেও অভিযোগ তোলেন সিদ্দিকি।পাশাপাশি ব্রিটিশদের অ্যাজেন্ডায় চলে দেশকে ভাগ করতে চাইছে মোদী সরকার। তবে এখানেই থেমে থাকেননি কেন্দ্রীয় সরকার বাংলায় লঠতরাজ চালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।
অন্যদিকে উদ্বাস্তু প্রসঙ্গে বলতে গিয়ে পীরজাদা সিদ্দিকি বলেন বাস্তু ও উদ্বাস্তু দের চেনার কোনো উপায় নেই। কারণ, এমন অনেকেই আছেন যারা কমদিনের জন্য এদেশে এসে নিজেদের থাকার একটা নথি বের করেছেন। অনেকেই আবার দীর্ঘদিন থেকে এদেশে এসে বাস করেও নিজেদের নাগরিকত্বের পরিচয় পত্র বার করতে পারেননি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তিনি মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় থাকার বিল পাশ করতে পারেন সেক্ষেত্রে রাজ্যকে ঠান্ডা করে দেওয়ার প্রস্তাব দেন।
এমনকি দিদির পাশে দাঁড়াতে চান বলেও জানিয়েছেন। এমনকি প্রেস কনফারেন্স করে যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বাংলার মানুষকে থাকার বন্দোবস্ত করে দেন সেক্ষেত্রে তাঁরা সকলেই সাহায্য করবেন বলে জানান। তবে মুখ্যমন্ত্রী ভূমিকাকে দুমুখো সাপের সঙ্গেও তুলনা করেছেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর পাশেই থেকেছেন। অন্যদিকে আবার মোদী ও শাহের বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে। তাঁদের জেলে পাঠানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।