বাংলা হান্ট ডেস্কঃ আম আদমি পার্টি (Aam Admi Party) প্রধান তথা দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) লক্ষ্য করে ছুড়ে মারা হলো জলের বোতল। গুরুতর এই অভিযোগ উঠল গুজরাটের (Gujrat) রাজকোটে (Rajkot)। এ ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
গুজরাটের রাজকোটে খোড়ালধাম মন্দিরে একটি অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই সময় আচমকাই তাঁর দিকে উড়ে আসে একটি জলের বোতল যদিও সেটি তাঁর গায়ে লাগেনি। তবে এই ঘটনা কে বা কেন ঘটিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে একাধিক প্রশ্নের।
উল্লেখ্য, আর কয়েক মাসের মধ্যেই গুজরাটে আয়োজিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। দিল্লি এবং পঞ্জাবের পর গুজরাটেও নিজেদের শাসন ক্ষমতা কায়েম করতে তৎপর আম আদমি পার্টি। আবার অপরদিকে তাদের উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়ে চলেছে বিজেপি।
সম্প্রতি, গুজরাট দখলের উদ্দেশ্য নিয়ে জনসংযোগ গড়ে তুলতে ব্যস্ত অরবিন্দ কেজরিওয়াল। একাধিকবার গুজরাটে পৌঁছে যেতেও দেখা গিয়েছে তাঁকে। সেই সূত্র ধরেই গতকাল রাজকোটে নবরাত্রি উপলক্ষ্যে গরবার অনুষ্ঠানে পৌঁছে যান কেজরিওয়াল। তবে সেখানে যে তাঁর জন্য এহেন ঘটনা অপেক্ষা করে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি আপ প্রধান।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং অন্যান্য একাধিক কর্মীদের নিয়ে খোড়ালধাম মন্দিরে পৌঁছে যান তিনি। তবে সেই সময় মানুষের উদ্দেশ্যে হাত নাড়ার পাশাপাশি এগিয়ে যাওয়ার সময় আচমকাই কেজরিওয়ালের দিকে একটি জলের বোতল এসে পড়ে। যদিও সেটি তাঁর গায়ে লাগেনি। তবে এ ঘটনায় হতবাক হয়ে পড়েন সকলেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে বিস্তর জল্পনার।