বাংলা হান্ট ডেস্ক: কারাদণ্ড হল ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসেন ফেরেইদুনের। তার বিরুদ্ধে অভিযোগ আর্থিক দুর্নীতির।
হাসানের অন্যতম ঘনিষ্ঠদের মধ্যে একজন ফেরেইদুন। ২০১৫ সালে প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফেরেইদুন।
জানা গিয়েছে,ফেরেইদুনের পেছনে একাধিক তদন্তকারী নিয়োগ করা হয়েছে।
গতকাল কোর্টে জামিনের প্রস্তাব রাখলেও তা মঞ্জুর হয়নি।
ফেরেইদুনকে প্রায় দু বছর আগে ২০১৭ তে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়।