প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের তারিখ নির্ধারণ করল বঙ্গ বিজেপি, প্রস্তুতি শুরু

বাংলা হান্ট ডেস্কঃ ফের ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বামেদের ব্রিগেডের এক সপ্তাহের মধ্যে নরেন্দ্র মোদীর জনসভা হতে চলেছে ব্রিগেডে। আগামী ৭ মার্চ ব্রিগেড কাঁপাতে প্রস্তুত গেরুয়া শিবির। ৭ মার্চই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড থেকে রাজ্যে পরিবর্তন যাত্রার সমাপ্তি হবে। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু হওয়ার কথা।

Prime Minister Narendra Modi's speech in Bengali at Haldia meeting

আগামী সোমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডানলপ কারখানার মাঠে একটি জনসভা করবেন তিনি। ওই দিনই প্রধানমন্ত্রীর হাত ধরে দক্ষিণেশ্বর মেট্রো রেল প্রকল্প উদ্বোধন হবে। এছাড়াও কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি সরকারি অনুষ্ঠানের শিলন্যাস করবেন তিনি।

রাজ্যের আসন্ন নির্বাচনকে মাথায় রেখে একের পর এক কেন্দ্রীয় নেতা বঙ্গ সফরে আসছেন। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসেছিলেন। তিনি গতকাল একটি জনসভা আর একটি রোড শো করেন। বঙ্গ বিজেপির এর আগেই জানিয়েছিল যে, রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় নেতারা একাধিকবার বঙ্গ সফরে আসবেন। আর সেই সুত্রেই মাসে একাধিকবার রাজ্যে পা রাখছেন জেপি নাড্ডা, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর মতো বিজেপির শীর্ষ নেতারা।

২০১৯ এর লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেডে সমাবেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯ এর লোকসভার নির্বাচনের আগে এরাজ্যে মোট ১৭ টি জনসভা করেছিলেন তিনি। আর প্রধানমন্ত্রী মোদীর এতগুলো জনসভার প্রভাব ভোট বাক্সেও দেখা গিয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনেও সেই একই সাফল্য চায় বঙ্গ বিজেপি। আর এই কারণে রাজ্যে বারবার আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর