এবার দেশের কিষাণদের জন্য আসতে চলেছে সুখবর। কারন কেন্দ্রীয় কৃষিমন্ত্রক কর্তৃক পরিচালিত একটি বিশেষ প্রচারণায় প্রধানমন্ত্রী কৃষ্ণ সম্মান নিধি প্রকল্পের প্রায় ৫৫ লক্ষ সুবিধাভোগী কিষান ক্রেডিট কার্ডের (কেসিসি) জন্য আবেদন করেছেন।রপ্রচারের সময়সীমা শেষ । এই সমস্ত কৃষকই এখন কৃষিক্ষেত্রে মাত্র চার শতাংশ সুদের হারে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন।
প্রধানমন্ত্রী জানান তার এই কিষাণ প্রকল্পের প্রায় তিন কোটি সুবিধাভোগীর কেসিসি ছিল না।কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী চৌধুরী বলেছিলেন যে সম্মান নিধি প্রকল্পের এক বছর পূর্ণ হওয়ার পরে আজ ২৯ শে ফেব্রুয়ারি দুপুর ১ টায় উত্তরপ্রদেশের চিত্রকূটে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। আর এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিসান ক্রেডিট কার্ড বিতরণ করবেন। ২৯ ফেব্রুয়ারি শনিবার সারাদেশে ২০ হাজার ব্যাংক শাখায় কৃষকদের কেসিসি দেওয়া হবে বলে জানানো হয়েছিল।জানা গেছে যে মোদী সরকার কেসিসি স্কিমটিকে প্রধানমন্ত্রী কিষান স্কিমের সাথে সংযুক্ত করেছে যাতে তারা সহজে ঋণ পেতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে কৃষকদের জমির ডেটাএবং আধার রেকর্ডটি উপলব্ধ, তাই যেসকল কৃষক কেসিসির জন্য আবেদন করবেন তাদের এই সুবিধা দিতে ব্যাংকগুলি কোনও সমস্যায় পড়বে না। কেসিসি নেওয়ার আগে শস্য বীমা গ্রহণ করার বাধ্যবাধকতা ছিল, যা কৃষককে বাদ দিয়ে সরকার সহজ করেছে। কিন্তু কৃষকদের অভিযোগ রয়েছে, পর্যাপ্ত তথ্যের অভাবে তাদের কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে।
সমস্ত কৃষকের তথ্যের জন্য, আমি জানাতে চাই যে কিসান সম্মান নিধি উপকারভোগীদের তাদের অ্যাকাউন্ট সম্পর্কিত ব্যাংকে যেতে হবে এবং কেসিসির জন্য আবেদন জমা দিতে হবে, ব্যাংকগুলির প্রধান ব্যবস্থাপনা পরিচালকদের এ বিষয়ে অর্থ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনের পরে ১৪ দিনের মধ্যে আবেদনকারীরা সুবিধা পাবেন।