বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নতুন করে বর্ধিত করোনা বিপদ আর করোনার ভ্যাকসিন নিয়ে ভিডিও কনফারেন্স করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ মার্চ দুপুর সাড়ে ১২ টায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন। বলে দিই, দেশে আবারও বেড়ে চলেছে করোনার মামলা। মহারাষ্ট্রে করোনার ভাইরাসের প্রকোপ আবারও দ্রুত গতিতে বেড়ে চলেছে, আর সেই কারণে প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন।
করোনার সংক্রমণের প্রকোপ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে টিকাকরণ অভিযান শুরু হওয়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। প্রধানমন্ত্রী রাজ্যগুলোতে চলা টিকাকরণ অভিযানের সমীক্ষা করবেন। বলে রাখি, ভারতে একদিনে করোনার ২৬ হাজার ২৯১ টি মামলা সামনে এসেছে। আর সোমবার গোটা দেশে করোনার সংক্রমণ বেড়ে ১ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৯ হয়ে গিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৮৫ দিন পর একদিনে এটাই সর্বাধিক মামলা সামনে এসেছে। এর আগে ২০ ডিসেম্বর ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৬২৪ টি মামলা সামনে এসেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে সোমবার জারি করা তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আরও ১১৮ জন রোগীর মৃত্যুর পর গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৫৮ হাজার ৭২৫ হয়েছে।