বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ সঙ্কেত দিয়েছেন যে খুব শীঘ্রই ভ্যাকসিন আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কোভিড-১৯ এর টিকা আসার পর কেউ যেন অবহেলা না করে। রাজকোটে AIIMS এর শিলন্যাস করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নতুন করে করোনা আক্রান্তদের সংখ্যা কমেছে দেশে।
Earlier, I said, 'Dawai nahi toh dheelai nahi'. Now, I am saying 'Dawai bhi aur kadaai (caution) bhi'. Our mantra for the year 2021 is 'Dawai bhi aur kadaai bhi': Prime Minister Narendra Modi pic.twitter.com/qAkDQnkiup
— ANI (@ANI) December 31, 2020
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এতদিন বলতাম, যতদিন ওষুধ আসছে না, ততদিন অবহেলা না। কিন্তু ২০২১ এর মন্ত্রী হবে ‘দাওয়াই ভি, কড়াই ভি।” নরেন্দ্র মোদী বলেন, দেশে কোভিড টিকাকরণের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে।
করোনা ভ্যাকসিনের জন্য এখন আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না ভারতীয়দের। বুধবার SEC বৈঠকের পরের দিনই DCGI এর ডাক্তার ভ্যাকসিন বিজি সোমানি নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান দেন। সোমানি বলেন, নতুন বছরে আমাদের হাত শূন্য হবে না। উনি বলেন, দেশের সমস্ত রজ্যে করোনা ভ্যাকসিনের ড্রাই রান আগামী ২ রা জানুয়ারি থেকে হবে।
Dry run will be conducted by all the State & UT governments on 2nd Jan 2021. The activity is proposed to be conducted in all State Capitals in at least 3 session sites; some States will also include districts that are situated in difficult terrain/have poor logistical support:GoI
— ANI (@ANI) December 31, 2020
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকার আগে থেকেই ৮৩ কোটি সিরিঞ্জ কিনে রাখার আদেশ দিয়েছে। এছাড়াও প্রায় ৩৫ কোটি সিরিঞ্জের জন্যও দরপত্র আহ্বান করা হয়েছে। এই সিরিঞ্জ গুলোকে কোভিড টিকাকরণের জন্য ব্যবহার করা হবে।