বাংলা হান্ট ডেস্কঃ শুধু ভাবুন, আপনি পরীক্ষায় প্রথম হয়েছেন আর প্রধানমন্ত্রী (Narendra Modi) আপনাকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে, বুঝুন তখন আপনার অবস্থা কি হবে? এরকমই কিছু হয়েছে উসমানের সাথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( PM Narendra Modi) নিজের ৬৭ তম মন কি বাত অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের টপারদের সাথে কথা বলেন। আর তাঁদের মধ্যে অন্যতম হল উসমান।
উত্তর প্রদেশের আমরোহ’র উসমান সৈফি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ৯৭.৮০ শতাংশ নম্বর প্রাপ্ত করেছে। তাঁর এই সফলতায় তাঁর পরিবারের সবাই গর্ব অনুভব করছে। একদিকে যেমন আত্মীয় এবং বন্ধুরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে, তেমনই অবাক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান।
উসমান জানায়, আমার বাবা ভাঙাচোরা জিনিস এর দোকান চালায়, আমি পরীক্ষায় এত ভালো নম্বর এনেছি সেটা ওনার জন্য গর্বের বিষয়। উনি আমার পড়াশোনার জন্য সবরকম প্রচেষ্টা চালিয়েছেন। উনি দিন-রাত পরিশ্রম করে আমাকে পড়িয়েছেন। উসমান বলে, যখন আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা হচ্ছিল, তখন আমি বিশ্বাস করতে পারিনি যে, দেশের এত সন্মানীয় ব্যাক্তির সাথে আমি কথা বলছি। উনি আমাকে বৈদিক অংক শেখার পরামর্শ দেন।
উসমান জানায়, যখন আশেপাশের সবাই জানে যে আমাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন, তখন সবাই অবাক হয়ে যায়। উসমানের প্রতিবেশীরা এই নিয়ে গর্বও করে। কারণ উসমানের কারণে এলাকার নাম উজ্জ্বল হয়।