বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Narendra Modi)। শুক্রবার আরামবাগের রাজনৈতিক সভা শেষ করে কলকাতার রাজভবনে আসেন মোদী। আর সেখানেই প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য় সাক্ষাৎ সারতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে মমতাকে চরম কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, ‘মোদীর পা ধরতে গিয়েছেন মমতা’। আর ওদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী মমতা বললেন, ‘রাজনীতির কথা কম, গল্প হল বেশি!’
সন্ধ্য়াবেলা সৌজন্য সাক্ষাৎ সেরে রাজ ভবন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও তো ভোট ঘোষণা হয়নি৷ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রাজ্যে এলে দেখা করাটা প্রটোকলের মধ্যেই পড়ে। যেহেতু আমি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যেতে পারিনি তাই এখানে এলাম৷’
মমতা আরও বলেন, ‘ কিছুক্ষণ গল্প করলাম এই যা। অন্য কিছু বলব না। যা বলবে পার্টি বলবে। এটা প্রটোকল মিটিং। সৌজন্য সাক্ষাৎকার। রাজ্যের বিষয়ে কথা তো হয়েছে৷ তবে প্রধানমন্ত্রীর সঙ্গে গল্প হয়েছে বেশি৷ আমার সঙ্গে দেখা হলে রাজনীতির কথা কম, গল্পই হয় বেশি৷’
কিছু উপহার দিলেন? ‘বাংলার মিষ্টি তো আমরা সবসময়ই দিই।’ সাংবাদিকদের প্রশ্নে মমতা। পাশাপাশি, প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার রাজ্যের বকেয়া সমস্যা নিয়েও কথা হয়েছে বলেও জানান তিনি। বকেয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘সেসব নিয়ে আমার যা বলার বলে দিয়েছি। আমাদের যা বলার আমরা রাজনীতির মঞ্চে বলব।’
আরও পড়ুন: ৭তেই ধামাকা! তৃণমূল ছেড়ে BJP-তে যাচ্ছেন এই দুই হেভিওয়েট, নাম সামনে আসতেই শোরগোল
রাজ ভবন সূত্রের খবর, প্রায় মিনিট কুড়ি মত দু জনের মধ্যে কথা হয়৷ ওদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গেও শুক্রবার মুখ্যমন্ত্রীর বৈঠক হয় বলে জানা গিয়েছে৷ মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সন্দেশখালি নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন বলেও জানা গিয়েছে।