করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিৎ, দাবি BSE প্রধানের

বাংলাহান্ট ডেস্ক : করোনার বিরুদ্ধে যুদ্ধের এবং দেশে করোনা পরিস্থিতিতে মানবিক কাজের জন্য নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়া উচিত, এবার এরকমই দাবি উঠল। শুক্রবার এমনটাই বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিস চৌহান।

আইআইএম কলকাতার ৫৭ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিস চৌহান। সেখানেই নিজের বক্তৃতায় তিনি দাবি করেন, ২০২০ সালে নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত হওয়া জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তুলনায় করোনা পরিস্থিতিতে দেশের ৮০ কোটিরও বেশি মানুষকে কেন্দ্রের বিনামূল্যে রেশন বিতরণ অনেক বড়। কেন্দ্রের এই কর্মসূচিতে জাতিসংঘের তুলনায় অনেক বেশি মানুষ সুবিধা পেয়েছেন।

তিনি বলেন, ‘সমস্ত সীমাবদ্ধতার মধ্যেও আমাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। করোনা পরিস্থিতিতে এবং তার পরেও দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করার জন্যও আমরা কৃতজ্ঞ। এটি একটি অবিশ্বাস্য রকম বড় কাজ বা আমাদের বা বিশ্ব দ্বারা স্বীকৃত হয়নি। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনা দরিদ্র মানুষদের দুর্দশার হাত থেকে বাঁচিয়েছে। দুবছর ধরে বিনামূল্যে খাবার পাওয়া লোকের সংখ্যা সমগ্র ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা বা দক্ষিণ আমেরিকার সমস্ত দেশের জনসংখ্যার চেয়ে বেশি।’

চৌহান আরও বলেন, ‘২০২০ সালের নোবেল শান্তি প্রাপক জাতিসংঘের খাদ্য কর্মসূচি মাত্র ১১.৫৫ কোটি মানুষকে আংশিক সহায়তা প্রদান করেছে। এই সংখ্যাটি ২০২১,২০২১ এবং ২০২২ সালে ভারতের সাহায্য করা মানুষের সংখ্যার মাত্র ১৪%। এর মানে কি নোবেল শান্তি পুরষ্কারের জন্য নরেন্দ্র মোদীকেও গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে?’ দেশের প্রায় ১৪০ কোটি মানু্ষের স্বয়ংক্রিয় এবং বিনামূল্যে টিকাকরণও প্রধানমন্ত্রীর আরেকটি বিরাট বড় কৃতিত্ব বলেই দাবি করেছেন চৌহান।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর