বাংলা হান্ট ডেস্কঃ যুব সমাজের উন্নয়নকে লক্ষ্য করে আজ শনিবার একগুচ্ছ প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জানিয়ে রাখি, এদিন সকাল ১১টায় ৬২ হাজার কোটির বেশি টাকার প্রকল্পের সূচনা করবেন নমো। যার মূল উদেশ্য যুব সমাজের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং তাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ।
৬২ হাজার কোটির উন্নয়ন প্যাকেজ, লক্ষ্য যুব সমাজের উন্নয়ন | PM Narendra Modi
কেন্দ্রের দাবি, এই ৬২ হাজার কোটির বেশি টাকার প্রকল্প শুধুই কর্মসংস্থানের দিকেই নয়, নতুন প্রজন্মের জন্য শিল্পোদ্যোগের পথও প্রশস্ত করবে। গোটা দেশে এক হাজারটি সরকারি ITI-র মান উন্নত করা হবে। সেই লক্ষ্যে PM-SETU যোজনার সূচনা করবেন মোদী। আজকের সবচেয়ে বড় ঘোষণা হতে চলেছে এই —PM-SETU. এর জন্যে প্রায় ৬০ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
এবারেও বিশেষ নজর বিহারে। বিহারকে গুরুত্ব দিয়ে সে রাজ্যে যুবদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। বিহারে মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভট্ট যোজনা চালু হচ্ছে। এই অধীনে পাঁচ লক্ষ স্নাতক পাশ যুবক-যুবতী টানা দু’বছর ধরে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন।
বিহারে তৈরি হচ্ছে জননায়ক কার্পুরী ঠাকুর স্কিল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে শিল্পভিত্তিক কোর্স ও বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা হবে। যা আগামী দিনে শিল্প ক্ষেত্রে যুব সমাজকে কাজের জন্য প্রস্তুত করে তুলবে। এছাড়া বিহারের চারটি বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ও রিসার্চের জন্য নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি প্রধানমন্ত্রীর হাত ধরে এদিন ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০০টি নবোদয় বিদ্যালয় ও ২০০টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে মোট ১,২০০ ভোকেশনাল স্কিল ল্যাব শুরু হবে। আইটি, অটোমোবাইল, কৃষি, লজিস্টিকস থেকে পর্যটন—১২টি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের। কৌশল দীক্ষান্তও আয়োজিত হতে চলেছে এদিন। সেখানে আইটিআই-র শীর্ষ স্থানাধিকারীদের সংবর্ধনা জানাতে চলেছেন প্রধানমন্ত্রী।