‘দেশবাসীর ক্ষমতার প্রতি…’, ভারতের তৈরি যুদ্ধবিমান ‘তেজস’ উড়িয়ে বার্তা মোদীর

বাংলা হান্ট ডেস্ক : এবার বিমান চালকের আসনে বসে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাও আবার যে সে বিমান নয়, একেবারে তেজসে (Tejas) চড়ে বসলেন নমো। প্রধানমন্ত্রীর (Prime Minister) পরনে ছিল হালকা জলপাই রঙের যুদ্ধবিমান (Fighter Jet) চালকের পোশাক। মাথা ঢেকেছেন ব্যালিস্টিক হেলমেটে এবং চোখে পরেছেন ইউভি গগলস। দক্ষ যুদ্ধবিমান তেজস থেকে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

f wvlp2xeaaf9ls 1

যুদ্ধবিমান ওড়ালেন নরেন্দ্র মোদী 

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় প্রযুক্তিতে তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান হল তেজস। বিমানটির নয়া সংস্করণটি গত শনিবার সকালে বেঙ্গালুরুর ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড’ (হ্যাল)-এর বিমানঘাঁটিতে এসে পৌঁছায়। সেখান থেকেই আকাশে মহড়া দেয় বিমানটি। এইদিন হালকা যুদ্ধ বিমানে প্রায় ৪৫ মিনিট চড়েন মোদী। আর সেই অভিজ্ঞতার কথা শেয়ারও করেছেন দেশবাসীর সাথে‌।

আরও পড়ুন : RBI-র এই নিয়মে বড়সড় ঝটকা খেল SBI, কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন ব্যাঙ্ক

কী জানালেন প্রধানমন্ত্রী? 

এইদিন এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লেখেন, ‘তেজসে সফল যাত্রা সম্পন্ন করলাম। এই অভিজ্ঞতা আমাকে দারুণ ভাবে সমৃদ্ধ করেছে। দেশবাসীর ক্ষমতার প্রতি আমার আস্থা বাড়িয়েছে এবং আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব এবং আশার আলো এনে দিয়েছে।’ জানিয়ে দিই, ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই নয়া সংস্করণটি একাধিক কাজে পটু।

আরও পড়ুন : বাচ্চাদের খিচুড়িতেও দুর্নীতির সাপ-ব্যাঙ-টিকটিকি? এবার মিড ডে মিল নিয়েও হবে CBI তদন্ত

তেজসের বিশেষত্ব

নানা ধরণের ক্ষেপনাস্ত্র নিক্ষেপ একেবারে জলভাত যুদ্ধবিমান তেজসের কাছে। তেজস হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা তৈরি এক আসন এবং এক জেট ইঞ্জিন সহ একটি মাল্টি রোল হালকা যুদ্ধ বিমান। ডেল্টা উইং বিমান তেজস হল বিশ্বের সবচেয়ে হালকা ও ছোট যুদ্ধ বিমান। লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস হল একটি ৪.৫ জেনারেশন মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট।

 

গ্রাউন্ড অপারেশনেও সক্ষম তেজস

জেনে অবাক হবেন যে, আকাশ পথে যুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি গ্রাউন্ড অপারেশনেও সাহায্য করতে সক্ষম এই যুদ্ধবিমান। প্রথমে ৪০ টি তেজসের বরাত দেওয়া হয়েছিল সংস্থাটিকে। তবে পরে পরিসংখ্যান বাড়িয়ে ৮৩টি তেজস কেনার জন্য হ্যালকে বরাত দেওয়া হয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর