বাংলা হান্ট ডেস্কঃ দু’দিনের গুজরাট সফরে (Gujarat Trip) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিজ রাজ্যে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। সোমবার সেখানকার একটি সভাতেই অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে মুখ খুললেন পিএম মোদী। ভারতীয় সেনার এই সামরিক অভিযানের ভূয়সী প্রশংসা করেন তিনি। সেই সঙ্গেই তাঁর কণ্ঠে শোনা যায় নিজের নাম।
‘সিঁদুরে’র প্রশংসা করে কী কী বললেন মোদী (Narendra Modi)?
‘অপারেশন সিঁদুরে’র সাফল্যের পর নিজ রাজ্যে গিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর গুজরাট সফর ঘিরে উন্মাদনা তুঙ্গে। এদিন প্রথমে আহমেদাবাদে প্রায় ৫০,০০০ মানুষের সামনে রোড শো। এরপর একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। এসবের মধ্যেই গুজরাটের সভা থেকে পহেলগাঁও কাণ্ড, অপারেশন সিঁদুর নিয়ে মুখ খোলেন পিএম মোদী।
প্রধানমন্ত্রী বলেন, ‘জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা যে কাণ্ড ঘটিয়েছে, তারপর কি ভারত চুপ করে বসে থাকতে পারে? মোদী কি চুপ করে থাকতে পারে? কেউ যদি আমার বোনের সিঁথির সিঁদুর মুছে দেয়, তাহলে তাকে এই পৃথিবী থেকে মুছে যেতে হবে। ওরা স্বপ্নেও কল্পনা করেনি, মোদীর সঙ্গে লড়াই করা কতখানি কঠিন’।
আরও পড়ুনঃ ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে সৌরভের দাদা-বৌদি! স্নেহাশিস-অর্পিতাকে নিয়ে উল্টে গেল ফেরি নৌকা
এখানেই না থেমে পিএম মোদী আরও বলেন, ভারতের ১৪০ কোটি মানুষের দিকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল সন্ত্রাসবাদীরা। পাল্টা প্রত্যাঘাত স্বরূপ ভারতও ঠিক এমনটাই করেছে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর কথায়, ‘ভারতের ১৪০ কোটি জনগণের দিকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল সন্ত্রাসবাদীরা। মোদীও তাই ঠিক সেটাই করেছে। যেটা করার জন্য আমায় আপনারা প্রধান সেবকের পদে বসিয়েছেন। তিন সেনা বাহিনীকেই ফ্রি হ্যান্ড দিয়েছিল মোদী। তাঁর বীরেরা যে কাজ করেছেন, সেটা প্রশংসাযোগ্য। ওরা ২২ তারিখ যে খেলা শুরু করেছিল, ৬ তারিখ রাতে ২২ মিনিটে সেটা শেষ করেছে ভারত’।
উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার ‘অপারেশন সিঁদুরে’র সাফল্য নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। কয়েকদিন আগে রাজস্থানের বিকানেরের সভা থেকেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ান তিনি। পিএম সেবার বলেছিলেন, ‘মোদীর মাথা ঠাণ্ডা, কিন্তু রক্ত গরম। রক্ত নয়, মোদীর শিরায় গরম সিঁদুর বইছে’।