‘সন্দেশখালির দোষীদের সাজা হবেই’! কোচবিহারের সভা থেকে রাজ্য সরকারকে কেন ধন্যবাদ মোদীর?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে বাংলার বুকে প্রায় ১৫টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), আগেই প্রকাশ্যে এসেছিল এই খবর। বৃহস্পতিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যে প্রথম সভা করলেন তিনি। কোচবিহারের (Cooch Behar) পদ্ম-প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে এদিন সভা করেন প্রধানমন্ত্রী।

আজকের সভার (Cooch Behar Public Meeting) শুরুতেই প্রথমে সবাইকে চমকে দিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান মোদী। তিনি বলেন, ২০১৯ সালে এই রাসমেলার মাঠে সভা করতে এসেছিলেন তিনি। কিন্তু সেবার মঞ্চ বেঁধে মাঠ ছোট করে দেওয়া হয়েছিল। তবে এবার তেমন কোনও ‘বাধা’র সম্মুখীন হতে হয়নি। সেই জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এরপরেই অবশ্য তৃণমূল (TMC) সরকারকে আক্রমণ করতে শুরু করেন মোদী। আজও সন্দেশখালি ইস্যু (Sandeshkhali Issue) নিয়ে সরব হতে দেখা যায় তাঁকে। প্রধানমন্ত্রী বলেন, সন্দেশখালির দোষীদের জেলে যেতেই হবে। সারাজীবন তাঁদের জেলের চার দেওয়ালের মধ্যে কাটাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ কোচবিহারে দোতারায় মজলেন মোদী! বাদ্যযন্ত্র উপহার পেতেই বাজিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

মোদী বলেন, ‘সন্দেশখালির অপরাধীদের বাঁচানোর জন্য মরিয়া ছিল তৃণমূল কংগ্রেস। তবে অপরাধীদের শাস্তি পেতেই হবে। সারাজীবন জেল খাটতে হবে’। এরপরেই নারীদের উদ্দেশে বিশেষ বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়নই বিজেপির আসল লক্ষ্য।

সভামঞ্চে দাঁড়িয়ে মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মেয়ে সহায়তা সমুদায়ের সঙ্গে যুক্ত। ৩ কোটি বোনকে লাখপতি দিদি বানানোর গ্যারান্টি দিয়েছে মোদী। নমো ড্রোন দিদি স্কিমে আমি তাঁদের ড্রোন পাইলট বানাচ্ছি। এর দ্বারা তাঁদের আয় বৃদ্ধি হবে। মা-বোনেরা আত্মনির্ভর হলে তা আত্মনির্ভর ভারতের গতি বৃদ্ধি করবে’।

narendra modi cooch behar rally

এদিন দুর্নীতি ইস্যুতেও তৃণমূলকে টার্গেট করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের সরিয়ে দেশ বাঁচানোর কথা বলে বিজেপি। আর তৃণমূলের কথা হল দুর্নীতিবাজদের বাঁচাও’। এরপর কোচবিহার, আলিপুরদুয়ারকে ‘সম্ভাবনাময়’ তকমা দিয়ে বিজেপি সরকার এই এলাকার উন্নয়নের চেষ্টা করছে, একথা বলেন প্রধানমন্ত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর