বাংলাহান্ট ডেস্ক : দিল্লিতে নির্মিত হচ্ছে নতুন সংসদ ভবন। বর্তমানে অবস্থিত সংসদ ভবনের খুব কাছেই নির্মিত করা হচ্ছে এই নতুন ভবনটি। সেই নবনির্মিত সংসদ ভবনের মুকুটে যুক্ত হতে চলেছে একটি নতুন পালক। নতুন সংসদ ভবনের মাথায় বসতে চলেছে ৯৫০০ কেজি ওজনের অশোক স্তম্ভ। সোমবার তারই আবরণ উন্মোচিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাথে উপস্থিত ছিলেন অন্যান্য দপ্তরের কর্মীরা।
বিশাল আকারের এই অশোক স্তম্ভটি তৈরি হয়েছ ৯৫০০ কেজি ব্রোঞ্জ দিয়ে। প্রায় সাড়ে ছয় মিটার দীর্ঘ এই অশোক স্তম্ভটি। নবনির্মিত সংসদ ভবনের সেন্ট্রাল ফায়ার এর উপর বসানো হবে এই অশোক স্তম্ভটি।
বিশালাকার ও ভারী দেশের এই জাতীয় প্রতিকটি সংসদ ভবনের মাথায় বসানো ছিল খুবই কঠিন কাজ। এর জন্য তৈরি করা হয়েছে উপযুক্ত পরিকাঠামো। পর্যাপ্ত পরিমাণ সাপোর্টিং স্ট্রাকচার তৈরি করা হয়েছে সংসদ ভবনের চারপাশে। সূত্র মারফত জানা যাচ্ছে যে ইস্পাতের পরিকাঠামোর উপর অশোক স্তম্ভ স্থাপন করা হবে তার ওজন প্রায় ৬৫০০ কেজি।
This morning, I had the honour of unveiling the National Emblem cast on the roof of the new Parliament. pic.twitter.com/T49dOLRRg1
— Narendra Modi (@narendramodi) July 11, 2022
সোমবার নিজের হাতে অশোকস্তম্ভের আবরণ উন্মোচিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার নতুন সংসদ ভবন চত্বরে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলাপচারিতা করেন ইঞ্জিনিয়ার ও নির্মাণকারী কর্মীদের সাথে। এই অশোক স্তম্ভ তৈরি করার জন্য আইটি সেক্টরের সাহায্য নেওয়া হয়। আইটি সেক্টরের মাধ্যমে প্রস্তুত করা হয় চূড়ান্ত নকশা। তারপর সেটি থেকে তৈরি করা হয় একটি মাটির মডেল। এরপর নির্মাণকারী কর্মীরা সেটি থেকে ব্রোঞ্জের অশোক স্তম্ভ নির্মাণ করেন।