২০১৯ সাল থেকে চার বছরের মধ্যে ২১ বার বিদেশ সফর মোদীর! খরচ জানলে হাঁ হয়ে যাবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : ২০১৯ সালে আমাদের দেশে শেষবারের মত লোকসভা ভোট হয়। সব রাজনৈতিক দলই নিজের নিজের ভোটের প্রচার চালিয়ে ছিল খুব ভালো ভাবেই। বিজেপিও (Bharatiya Janata Party) ব্যতিক্রম ছিল না। হিসেব করলে দেখা যায়, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মোট ২১ বার বিদেশে গিয়েছিলেন। এই ভ্রমণে তাঁর মোট খরচ হয় ২২.৭৬ কোটি টাকা। এই তথ্যই এই বারের লোকসভা ভোটের আগে রাজ্যসভায় পেশ করলো সরকার।

এছাড়াও সরকার পক্ষ থেকে আরও জানানো হয় যে, এই সময়ের মধ্যে দেশের রাষ্ট্রপতি বিদেশে গেছেন আট বার যার মধ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজেই গিয়েছেন ৭ বার, এবং গত বছর সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১ বার ইংল্যান্ড ভ্রমণে গিয়ে ছিলেন। এই দুই রাষ্ট্রপতির মোট ভ্রমণের জন্য সরকার মোট খরচ করেছে ৬ কোটি ২৪ লক্ষ ৩১ হাজার ৪২৪ টাকা।

বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন এই হিসেব দেখান যখন রাজ্যসভা থেকে তাঁর কাছে লিখিত প্রমাণ দেখতে চায়। পাশাপাশি তিনি প্রকাশ করেন যে, মোদীর বিদেশ ভ্রমণে সরকারের খরচ হয়েছে মোট ২২ কোটি ৭৬ লক্ষ ৭৬ হাজার ৯৩৪ টাকা। অন্যদিকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর যে বিদেশ ভ্রমণে যান, তার জন্য সরকারের খরচ হয় মোট ২০ কোটি ৮৭ লক্ষ ১ হাজার ৪৭৫ টাকা।

narendra modi

সরকার আরও জানায় যে, বিদেশমন্ত্রী জয়শঙ্কর ২০১৯ থেকে এখন পর্যন্ত ৮৬ বার বিদেশ ভ্রমণে গেছেন। কিন্তু তুলনামূলক ভাবে প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণ এখন অনেকটাই কম। তিনি হাতে গুনে মাত্র ৭ বার বাইরের দেশে গেছেন যার মধ্যে ৩ বার জাপান গেছেন, ২ বার আমেরিকা ও ২ বার মধ্যপ্রাচ্যের দেশ আরব আমীরসাহিতে গিয়ে ছিলেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর