বাংলাহান্ট ডেস্ক : সামান্য প্রিমিয়ামের বিনিময়ে মিলবে ২ লক্ষ টাকার জীবন বিমা। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) বর্তমানে বেশ জনপ্রিয় হয়েছে ভারতীয়দের কাছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে ইতিমধ্যেই ২১ কোটি মানুষ উপকৃত। আপনিও যদি সরকারের এই বিমা প্রকল্পে নাম লেখাতে চান তাহলে চটপট পড়ে ফেলুন এই প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY):
মোদি সরকার ২০১৫ সালে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার সূচনা করে। এই যোজনার অধীনে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার নমিনীকে দেওয়া হয় ২ লক্ষ টাকা। এই বিরাট অংকের সুবিধা পাওয়ার জন্য পলিসি হোল্ডারকে প্রতিবছর প্রিমিয়াম হিসাবে প্রদান করতে হবে মাত্র ৪৩৬ টাকা।
PMJJBY- এর বৈশিষ্ট্য:
• পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার পরিবারকে সরকারের তরফে দেওয়া হবে ২ লক্ষ টাকা।
• ইতিমধ্যেই ২১ কোটিরও বেশি মানুষ এই প্রকল্পে নথিভুক্ত হয়েছেন।
• অন্যান্য বাজারচলতি বিমা প্ল্যানের তুলনায় এই যোজনার প্রিমিয়াম নগণ্য। পলিসি হোল্ডারকে প্রতি বছর মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম প্রদান করতে হবে।
• সরকারি হিসাব বলছে, ২০২৪ সাল পর্যন্ত ৮.৬ লক্ষেরও অধিক বিমা দাবির বিপক্ষে ১৭,২১১.৫০ কোটি টাকা প্রদান করা হয়েছে।
আরোও পড়ুন : শুধু ব্যাট হাতে নয়…..IPL ২০২৫-এ রিঙ্কুই করবেন বাজিমাত! রাখঢাক না রেখে জানালেন পরিকল্পনা
আবেদনের বিস্তারিত: ১৮ থেকে ৫০ বছর বয়সীরা এই যোজনায় নাম লেখাতে পারবেন। এছাড়াও আবেদনকারীর অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংকে। ব্যাংকে গিয়ে নির্দিষ্ট আবেদন পত্র পূরণ করে এই প্রকল্পের আওতায় আসতে পারেন যে কেউ। প্রতিবছর আবেদনকারীর সেভিংস অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে প্রিমিয়ামের টাকা। পাশাপাশি, ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা ব্যবহার করে অথবা ব্যাংকের অ্যাপের মাধ্যমেও আবেদন জানানো যায় এই যোজনায়।