মাটি পয়লা বৈশাখ! আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি বাংলার ১১ জেলায়: এক নজরে আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: আজ পয়লা বৈশাখ (Poila Baishakh)। নতুন বছরের সূচনা। গত কয়েকদিন আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। কখনও হয়েছে ঝড়-বৃষ্টি, তো কখনও শুকনো থেকেছে আবহাওয়া। নতুন বছর বরণের দিন নববর্ষের দিন কেমন থাকবে রাজ্যের হাওয়া (Weather Update)? আনন্দে কাটবে দিন নাকি বিঘ্ন ঘটাবে আবহাওয়া? জানুন লেটেস্ট আপডেট।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পয়লা বৈশাখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। এবার তাপমাত্রা বাড়ার পালা। ধীরে ধীরে উর্দ্ধমুখী হবে পারদ। তবে এরই মাঝে বাংলার বেশ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও অংশে হাল্কা বৃষ্টি হতে পারে।

আজ দক্ষিণবঙ্গের ৫ জেলা ছাড়া বাকি সমস্ত জেলায় শুকনো থাকবে আবহাওয়া। আজ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গেও। এরপর সোমবারও উত্তর ২৪ পরগনা,
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি জারি থাকতে পারে। আজ বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে অধিক বৃষ্টির সম্ভাবনা দিঘা-সহ পূর্ব মেদিনীপুরে।

বৃষ্টির জন্য তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আর নেই।আজ থেকে গোটা দক্ষিণবঙ্গেই গরম বাড়বে। শীঘ্রই তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি পেরোতে পারে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ থেকেই গোটা রাজ্যে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

west bengal weather update

আরও পড়ুন: আপনার সন্তানকে পান করাচ্ছেন এই পানীয়? এখনই করুন বন্ধ! অস্বাস্থ্যকর বলে জানাল কেন্দ্র

উত্তরবঙ্গের আবহাওয়া: পয়লা বৈশাখে বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর