বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ইমরান খান। আর এবার পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রীও একই ঘটনার সম্মুখীন হলেন। সূত্রের খবর, POK প্রধানমন্ত্রী সর্দার আব্দুল কায়ুম নিয়াজির বিরুদ্ধে একইভাবে অনাস্থা প্রস্তাব আনা হয়। ফলে এদিন তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী সর্দার আব্দুল কায়ুমের ওপর বহুদিন ধরে বিক্ষোভ দেখিয়ে চলছিল তাঁর নিজের দলেরই একাংশ। এরপর পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের বেশ কিছু সাংসদ দ্বারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে শেষ পর্যন্ত তিনি এদিন ইস্তফা দিতে বাধ্য হন। এদিন তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নিজের দলেরই এক নেতা। তিনি বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার পর যে সকল প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, তার একটাও পূরণ করতে পারেননি। এছাড়া স্বজনপোষণেও তাঁর নাম ছিলো সবার উপরে। তাই আমরা তাঁর বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনি।”
স্বাভাবিকভাবেই এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন সর্দার আব্দুল কায়ুম নিয়াজি। সূত্রের খবর, তাঁর ইস্তফার সঙ্গে সঙ্গেই নয়া প্রধানমন্ত্রী হিসেবে বর্তমানে পিটিআইয়ের রিজিওনাল হেড পদে বিরাজমান সর্দার তানবির ইলইয়াসের নাম ঘোষণা করে তেহরিক-ই-ইনসাফ দল।
প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ইমরান খান। তাঁর বিরুদ্ধেও একইভাবে অনাস্থা প্রস্তাব আনে সেখানকার বিরোধী দলগুলি। পরবর্তীকালে ইমরানের জায়গায় শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে বসেন। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে দেখা যায় এক অন্য চিত্র। এখানে প্রধানমন্ত্রী নিয়াজির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তাঁর নিজের দলের সাংসদেরাই। ফলে বর্তমানে ইমরান খানের পর POK প্রধানমন্ত্রী পদ থেকে একইভাবে তাঁর ঘনিষ্ঠ নিয়াজিকেও ইস্তফা দিতে হলো।